Sunday, November 9, 2025

National: ৬০০ টি বেআইনি ঋণ দেওয়ার অ্যাপ! নড়েচড়ে বসল RBI

Date:

Share post:

করোনা (Corona) পূর্ববর্তী আর করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা(Financial condition) বদলেছে অনেকটাই। আগের থেকে বেড়েছে  ঋণ গ্রহণের প্রবণতা। কিন্তু কোথায় মিলছে এত ঋণ? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই প্রকাশ্যে এল ডিজিটাল ঋণ সংক্রান্ত এক বড় তথ্য। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ওয়ার্কিং গ্রুপ গত বছরে ভারতে কার্যরত ৬০০ টি অবৈধ ঋণ অ্যাপ (Lending apps) চিহ্নিত করেছে।

GST ক্ষতিপূরণ: কেন্দ্রের উপর চাপ বাড়াতে মমতা সহ অন্যান্য মুখ্যমন্ত্রীদের চিঠি বাঘেলের

ডিজিটাল লেনদেনে( Digital Transaction) অনিয়ম প্রতিরোধে আরবিআই (RBI)-এর তৈরী পোর্টাল ( Sachet) , ২০২০ সালের জানুয়ারি মাসের শুরু থেকে মার্চ ২০২১ সালের শেষের মধ্যে ডিজিটাল লেনদেন অ্যাপগুলির(Digital Transaction apps) বিরুদ্ধে ২,৫৬২টি অভিযোগ পেয়েছে। সরকার অননুমোদিত ডিজিটাল ঋণ প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার জন্য আরবিআই (RBI)-এর তত্ত্বাবধান বিভাগকে নোডাল বিভাগ হিসাবে মনোনীত করেছে। অননুমোদিত ডিজিটাল ঋণ প্ল্যাটফর্মগুলি নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট একটি প্রক্রিয়া তৈরি করেছে দায়িত্বপ্রাপ্ত নোডাল বিভাগ।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে, আরবিআই সাধারণ জনগণকে অননুমোদিত ডিজিটাল ঋণদান প্ল্যাটফর্মের অসাধু কার্যকলাপের শিকার না হওয়ার জন্য এবং এই ধরনের ঋণ প্রদানকারী কোম্পানি বা ফার্মের পূর্ববর্তী ঘটনাগুলি যাচাই করার জন্য সতর্ক করেছিল। আরবিআই রাজ্য সরকারগুলিকে তাদের নিজ নিজ আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে এই জাতীয় অনিয়ম সংক্রান্ত অভিযোগগুলির উপর নজর রাখার জন্য পরামর্শও জারি করেছে। তথ্য প্রযুক্তি আইন, ২০০০ এর ধারা ৬৯এ-এর অধীনে বিজ্ঞাপিত তথ্য প্রযুক্তি নিয়ম, ২০০৯-এর অধীনে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে ২৭ টি বেআইনি ঋণ প্রদানকারী অ্যাপ ব্লক করেছে , কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স মন্ত্রণালয়।

কিন্তু এই অভিযোগ কোথায় সবচেয়ে বেশি? আরবিআই সূত্রে জানা যায় ঋণ প্রদানকারী অ্যাপ সম্পর্কে সর্বাধিক অভিযোগ পাওয়া গেছে মহারাষ্ট্র (৫৭২), কর্ণাটক (৩৯৪), দিল্লি (৩৫২), হরিয়ানা (৩১৪), তেলেঙ্গানা (১৮৫), অন্ধ্র প্রদেশ (১৪৪), উত্তর প্রদেশ (১৪২), পশ্চিমবঙ্গ (১৩৮), তামিলনাড়ু (৫৭), গুজরাট (৫৬) থেকে। আরবিআই কিছু অ্যাপের মাধ্যমে ধার্যকৃত অত্যধিক সুদের হার এবং ঋণ পুনরুদ্ধারের ব্যাপক প্রক্রিয়া সম্পর্কে অভিযোগ পেয়েছিল। গত বছরের নভেম্বরে, আরবিআই একটি প্যানেল গঠন করে এবং দেখা যায় যে প্রায় ১,১০০ ডিজিটাল ঋণ প্রদানকারী অ্যাপের অর্ধেকের বেশি অবৈধভাবে কাজ করছে।

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...