Thursday, August 28, 2025

Rituparna Sengupta: বিমানবন্দরে কেঁদে ফেললেন নায়িকা, তবুও প্লেনে উঠতে পারলেন না

Date:

Share post:

এমন ঘটনা যে কোনও দিন ঘটবে দুঃস্বপ্নেও ভাবতে পারেননি জাতীয় পুরস্কারপ্রাপ্ত (National Award Winner) অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত( Rituparna Sengupta)। বিমানবন্দরে (Airport) পৌঁছেও বিমানে উঠতে পারলেন না। কান্নায় ভেঙে পড়লেন নায়িকা(Rituparna Sengupta)।

সিনেমা যেন বাস্তবের সঙ্গে মিলে গেল, ঠিক যেন চিত্রনাট্য। সকালের দৃশ্য, নায়িকা চলেছেন বিমানবন্দরের পথে। বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ মিনিট। তিনি পৌঁছলেন মিনিট পনেরো পরে। ব্যস এতেই সর্বনাশ! তাঁকে বিমানে উঠতে দিল না প্রথম সারির একটি বিমান সংস্থা! প্রায় ৪০ মিনিট ধরে অনুরোধ, বচসা, কান্নাকাটি! তবু মন ভিজল না বিমান কর্তাদের।

স্যানিটারির সচেতনতায় ‘ সম্পূর্ণা’

টলিউডের প্রথম সারির নায়িকা ঋতুপর্ণার গন্তব্য আমেদাবাদ, সেখানেই সারাদিনের শুটিং, তাই সকাল সকাল যাওয়া। কিন্তু ‘ রাজকাহিনী’র বেগমজানকে প্লেনে চড়তে দেওয়া হল না। ঋতুপর্ণা জানিয়েছেন, আমেদাবাদের বিমান ধরার জন্য  যাত্রীদের গেট নং ১৯-এ বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ দেওয়া হয়েছিল। তিনি পৌঁছন ৫.১০ থেকে ৫.১২ মিনিটের মধ্যে। সঙ্গে সঙ্গে তাঁকে জানানো হয়, বোর্ডিং গেট অনেক ক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে! এবং তাঁকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি তাঁর নাম ঘোষণাও করেছেন কর্তৃপক্ষ। ফোনেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু নায়িকার দাবি, তাঁর কাছে ফোনে কোনও ফোন আসেনি। এ দিকে, সঠিক সময়ে শ্যুটিংয়ে না গেলে প্রযোজকের সমস্যা হবে। বন্ধ হয়ে যাবে শ্যুট। তাই সেই সময় তিনি ক্রমাগত বিমানবন্দরের কর্মীদের তাঁকে বিমানে উঠতে দেওয়ার অনুরোধ জানাতে থাকেন। এ ভাবে টানা ৪০ মিনিট তাঁর সঙ্গে কথা হয় কর্মীদের। কিন্তু নায়িকার দাবি, তাঁর সমস্যা কেউ বুঝতেই চাননি! বিমান ধরতে না পারার কষ্টে কেঁদেও ফেলেন অভিনেত্রী। তবু কোনও হেলদোল দেখা যায়নি কর্মীদের।

ঠিক এই ঘটনা চলাকালীন হঠাৎ নায়িকা দেখতে পান বিমানটি তখনও দাঁড়িয়ে! বিমানে ওঠার সিঁড়িও খুলে নেওয়া হয়নি! অভিনেত্রী জানাচ্ছেন, মাত্র ৫০ পা দূরে বিমান দাঁড়িয়ে।  বোর্ডিং পাস থেকে শুরু করে সিট নম্বর সব মজুত। তবুও যাওয়া হল না। কিছু দিন আগেই ওই সংস্থার পক্ষ থেকে সম্মানসূচক পাসপোর্টও দেওয়া হয়েছে ঋতুপর্ণাকে। বেশ কয়েক বার এই সংস্থার বিমানে চড়ে যাতায়াতও করেছেন তিনি। কিন্তু এবার যেতে যেতে পথে হল দেরি, তাই যাওয়া হল না।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...