Friday, November 14, 2025

পাণ্ডবেশ্বরের বিধায়কের বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল, অনুমোদন করে না দল: কুণাল

Date:

Share post:

পাণ্ডবেশ্বরের তৃণমূল (TMC) বিধায়কের বিতর্কিত মন্তব্যের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। অভিযোগ, পাণ্ডবেশ্বরের লাউদোহা ব্লকে এক কর্মী বৈঠকে বিজেপি-র (BJP) কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে হুমকি দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty)। বিতর্কিত ওই ভিডিও-তে নরেন্দ্রনাথকে বলতে শোনা যাচ্ছে, ‘‘যাঁরা কট্টর বিজেপি, যাঁদেরকে হেলানো যাবে না তাঁদের চমকাতে হবে। বলবেন, আপনি যদি ভোট দিতে যান, তা হলে ধরে নেব বিজেপি-কে ভোট দেবেন। ভোটের পর আপনি কোথায় থাকবেন সেটা আপনার নিজের বিষয়। আর আপনি যদি ভোট দিতে না যান তা হলে ধরে নেব, আপনি আমাদের সমর্থন করছেন। আপনি ভাল ভাবে থাকুন ব্যবসা করুন, চাকরি করুন, আমরা আপনার সঙ্গে আছি। ক্লিয়ার!’’

এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) স্পষ্ট জানান, এই ধরনের মন্তব্য অনুমোদন করে না দল। মানুষের ভোটে জয়ী হয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। সেখানে এই ধরনের মন্তব্য কোনও মতেই সমর্থন যোগ্য নয়।

তবে, ভিডিও সম্পর্কে নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাফাই, এটা কোনও সাম্প্রতিক ভাষণ নয়। ভিডিয়োটি অনেক পুরনো। কোনও পঞ্চায়েত ভোটে কর্মীদের উজ্জীবিত করার জন্য বলেছিলেন। তৃণমূল বিধায়কের পাল্টা অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই এই ভিডিও ভাইরাল করছে বিজেপি। তবে, রাজনৈতিক মহলের মতে, কখনও না কখনও তো এই মন্তব্য করেছিলেন নরেন্দ্রনাথ, নিজেই স্বীকার করেছেন সেটা। এটা কী বাংলার সংস্কৃতি! যেখানে তৃণমূল সুপ্রিমো নিজেই এই ধরনের মন্তব্যকে সমর্থন করেন না। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চান তিনি। সেখানে তাঁর দলের বিধায়ক এই মন্তব্য কীভাবে করেন! উঠছে প্রশ্ন।

আরও পড়ুন- ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, রামপুরহাট নিয়ে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার আমন্ত্রণ

 

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...