Tuesday, August 26, 2025

ICORE মামলায় অভিযুক্ত সুমন চট্টোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Date:

Share post:

আইকোর আর্থিক তছরুপ মামলায়(money laundering case) অভিযুক্ত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়(Suman Chattopadhyay) ও তাঁর পরিবারের ৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি(ED)। জানা গিয়েছে, প্রাক্তন ওই সাংবাদিকের স্থাবর ও অস্থাবর সব রকম সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই তালিকায় রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে একাধিক ফ্ল্যাট। একাধিক ধারায় প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সিবিআই(CBI) এফআইআর দায়ের করার পর আইকোর গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত শুরু করেছে ইডি। আর সেই তদন্তেই এই পদক্ষেপ।


আরও পড়ুন: Weather Forecast:চড়ছে তাপমাত্রার পারদ!প্যাঁচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী

ইডির তদন্তে জানা গেছে, আইকোর গ্রুপ কোম্পানিগুলি বিপুল পরিমাণ চিটফান্ড দুর্নীতি চালায়, যেখানে এই গ্রুপ অবৈধভাবে অবাস্তব রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিল। সুমন চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে এবং তার কোম্পানি M/s দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বিপুল অংকের দুর্নীতি করেছেন। M/s দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট কোম্পানিতে ব্যবসায়িক বিনিয়োগের ছদ্মবেশে ICORE গ্রুপ থেকে ৯.৮৩ কোটি টাকা তোলা হয়। ICORE গ্রুপ ছাড়াও, সুমন চট্টোপাধ্যায় একই পদ্ধতিতে সারদা গ্রুপের মতো অন্যান্য চিট ফান্ড কোম্পানি থেকেও তহবিল পেয়েছেন এবং এর আগে সারদা গ্রুপের মামলায় ED-এর আতস কাঁচের তলায় এসেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ICORE কোম্পানির প্রোমোটার ডিরেক্টর ও তাদের পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যারা আর্থিক মূল্য ছিল ৩০০ কোটি টাকারও বেশি।

spot_img

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...