রবিবার সকালে সিটি স্ক্যান হয়েছে মালাইকার। চিকিৎসকরা জানিয়েছেন অভিনত্রীর চোখে আঘাত লেগেছে। তবে ভয়ের কিছু নেই। কিছুদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে।

শনিবার সন্ধ্যায় গাড়ি দুর্ঘটনায় জখম হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। দুটি গাড়ির সঙ্গে অভিনেত্রীর গাড়িটির ধাক্কা লাগে। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অভিনেত্রী এখন স্থিতিশীল বলে জানিয়েছেন মালাইকার বোন অমৃতা আরোরা।
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করে ফিরছিলেন মালাইকা। মুম্বই-পুণে হাইওয়ের ৩৮ কিমি পয়েন্টে খোপোলির কাছে তাঁর গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকাটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ এলাকা বলে পরিচিত। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। মালাইকার গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন নাকি অন্য গাড়ির চালকের ভুলে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে মালাইকা এখন সঙ্কটমুক্ত বলে তাঁর পরিবার সূত্রে জানানো হয়েছে। মালাইকার বোন অভিনেত্রী অমৃতা জানিয়েছেন, গতকাল দুর্ঘটনার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু এখন মালাইকার শারীরিক অবস্থা স্থিতিশীল।
