Thursday, August 21, 2025

Marrige at old age: বৃদ্ধাশ্রম প্রেম, ৬০ পেরিয়ে নতুন পথ চলা শুরু বৃদ্ধ বৃদ্ধার

Date:

Share post:

কথায় বলে ভালোবাসার কোনও বয়স হয় না(Love has no age), প্রেম একটা ম্যাজিকের মতো। যখন তখন, যেখানে সেখানে, যে কোনও মানুষের জীবনেই লাগতে পারে প্রেমের রঙ। আর তা থেকেই দাম্পত্যের নতুন পথ চলা শুরু। প্রেমের জয় সর্বত্র প্রমান করলেন নদিয়ার রাণাঘাটের(Ranaghat, Nadia) বৃদ্ধাশ্রমের দুই আবাসিক সুব্রত সেনগুপ্ত (Subrata Sengupta)ও অপর্ণা চক্রবর্তী(Aparna Chakraborty)।


বয়স তো একটা সংখ্যা মাত্র, জীবনে বসন্তের আগমন কী আর অঙ্ক কষে হয়? দুটো মানুষ যখন জীবন সায়াহ্ণে এসে একে অন্যের হাত ধরতে চান তখন তাতে শুধুমাত্র জুড়ে থাকে ভালোবাসার পরশ। এই গল্পটাও অনেকটা সেইরকমই। নদিয়ার চাকদা লালপুরের বাসিন্দা ৭০ বছর বয়সী সুব্রত সেনগুপ্ত। তিনি রাজ্য পরিবহন দফতরের অবসরপ্রাপ্ত কর্মী। পরিবারে মা, দুই ভাই ও তাঁদের স্ত্রী- সন্তানরা আছেন। তিনি এতদিন অবিবাহিত ছিলেন। পারিবারিক সমস্যার কারনে, ২০১৯ থেকে রাণাঘাটের পূর্ণনগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমের শেষ জীবন কাটাতে বাড়ি ছেড়েছেন সুব্রতবাবু। বৃদ্ধাশ্রমে ‘হঠাৎ দেখা’ ৬৫ বছরের অপর্ণা চক্রবর্তীর সঙ্গে। “প্রথম দিন অপর্ণাকে দেখে চোখ ফেরাতে পারিনি। চেয়েছিলাম ওর মত একজন সাথীকে”, বলছেন সুব্রতবাবু।

এবার পাত্রীর সাথে পরিচয় করাই আপনাদের। অপর্ণা চক্রবর্তী, বয়স ৬৫। তাঁর বাড়ি রাণাঘাটের আইসতলায়। তিনিও অবিবাহিতা ছিলেন। প্রায় ৩০ বছর কলকাতার বেলেঘাটায় একজন অধ্যাপকের বাড়িতে পরিচারিকার কাজ করেছেন তিনি। শেষ জীবনে বাপের বাড়ির দরজাও তাঁর জন্য বন্ধ হয়ে যায়। তারপর বৃদ্ধাশ্রমে, আর সেখানেই প্রেম এল জীবনে। বৃদ্ধাকে প্রেম নিবেদন করেন বৃদ্ধ। কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন বৃদ্ধা। এরপর ২০২০ সালের মার্চ মাসে বৃদ্ধাশ্রম ছেড়ে ওই এলাকাতেই ঘর ভাড়া করে থাকতে শুরু করেন সুব্রতবাবু। কিন্তু দিন ১০-১২ আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। এবার আর তাঁকে ফিরিয়ে দিতে পারেন নি। মনের আর প্রেমের টানে ধরা দিতে বাধ্য হয়েছেন।

প্রেমে পড়ার কোনও বয়স হয় না। প্রমাণ করলেন । শুধু প্রেমই নয়, সাত পাকে বাঁধাও পড়লেন তাঁরা। ৭০ বছর বয়সে আইন মেনে রেজিস্ট্রি বিয়ের পর স্ত্রীর দায়িত্ব নিলেন বৃদ্ধ সুব্রত সেনগুপ্ত। স্বামীর হাত ধরে নতুন জীবনে খুশি মনেই প্রবেশ করলেন ৬৫ বছরের নববধূ।

বিয়ের দায়িত্বে ছিলেন বৃদ্ধাশ্রমের কর্ণধার গৌরহরি সরকার , তিনি বলেন আইনসম্মতভাবে তাঁদের বিয়ে দিতে পেরে আমি নিজে গর্বিত, আনন্দিত।

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...