Monday, November 3, 2025

সেরার লড়াইয়ে মুকেশ আম্বানিকে টেক্কা দিলেন গৌতম আদানি

Date:

Share post:

মুকেশ আম্বানিকে (Mukesh Ambani)হারিয়ে এশিয়ার ধনী ব্যক্তির শিরোপা জিতে নিলেন আদানি গ্রুপের মালিক ৫৯ বছরের গৌতম আদানি( Gautam Adani)। এই মূহুর্তে তাঁর সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার। সেই সঙ্গে তিনি ঢুকে পড়লেন ১০০ বিলিয়ন ডলারের এলিট ক্লাবে। ঠিক তারপরেই রয়েছেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। বিশ্বের দশ নম্বর ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি এবং এগারো নম্বরে রইলেন মুকেশ।

বিশ্বের তাবড় ধনকুবেরদের পরিসংখ্যান প্রকাশ করে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স ( Bloomberg Billionaires Index) অনুযায়ী বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছেন ইলন মাস্ক ( Elon Musk) এরপরেই রয়েছেন জেফ বেজোস jeff Bezos)এবং বার্নাড আর্নল্ট (Bernard Arnault)। এই ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী চলতি বছরে গৌতম আদানির সম্পদের পরিমাণ বেড়েছে ২৪ বিলিয়ন ডলার।

৫৯ বছরের গৌতম আদানির (Gautam Adani)ব্যবসার ছড়িয়ে রয়েছে বন্দর, মহাকাশ, তাপ বিদ্যুৎ শক্তি এবং কয়লাখনির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোয়। এছাড়া একাধিক সংস্থা রয়েছে তাঁর। মূলত কয়লা এবং সৌরশক্তির উপর ভিত্তি করেই সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। যেই সাম্রাজ্যের সম্পদের পরিমাণ মোট ১০০ বিলিয়ন ডলার। ২০২১ থেকে নজর কাড়তে শুরু করেন তিনি। সেই বছর তাঁর সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ৪৯ শতাংশ। অন্যদিকে বহুজাতিক রিলায়েন্স ইন্ডাস্ট্রির গ প্রধান মুকেশ আম্বানিরও একাধিক ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে ব্যবসা ।
গত কয়েকমাস ধরেই গৌতম আদানি এবং মুকেশ আম্বানির মধ্যে এশিয়ার সেরা ধনী ব্যক্তির শিরোপা ধরে রাখার লড়াই চলছিল। কিন্তু এগিয়ে গেলেন গৌতম আদানি। এর কারণ তাঁর ব্যবসায়ীক কৌশল। বছরের শুরুতেই রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসিকে (NTPC) দশ লক্ষ টন থার্মাল কোল (Thermal Coal) যোগান দেওয়ার বরাত পায় আদানির সংস্থা। কয়লা আমদানিতে আদানি গ্রুপ এমনিতেই পয়লা নম্বরে পাশাপাশি এই বৃহত্তর চুক্তি চলতি বছরের শুরুতেই তাকে সাফল্য এনে দিল। সম্পত্তির গ্রাফ রাতারাতি হল ঊর্ধ্বমুখী।



spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...