Wednesday, November 19, 2025

Majherhat Metro:মেট্রোর কাজের জন্য ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ চক্ররেল পরিষেবা!

Date:

Share post:

মাঝেরহাট সেতু নিয়ে বিপর্যয়ের জেরে স্থগিত হয়ে গেছিল মেট্রো রেলের (Metro railways) কাজ। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ফের শুরু হয়েছে কাজ। শিয়ালদহ -বজবজ(Sealdah-Budge Budge) শাখার রেল লাইনের ওপর গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে গত সপ্তাহেই। এই ঘটনার জেরে ব্যহত হচ্ছে চক্ররেল(Circular railway) পরিষেবা।

মেট্রো রেলের(Metro rail) কাজ সম্প্রসারণের ক্ষেত্রে যাতে আর কোনও সমস্যা না হয় তা আগে ভাগেই নিশ্চিত করতে চায় মেট্রো কর্তৃপক্ষ।ইতিমধ্যেই মেট্রো নির্মাণকারী সংস্থা আরভিএনএল(RVNL) জানিয়েছে, যে মাঝেরহাট মেট্রো প্রকল্পের কাজে ১৪০ টনের ক্রেন ব্যবহার করে ইতিমধ্যেই ৩’টি গার্ডার ও ৬’টি ক্রস গার্ডার বসানো হয়ে গেছে। আর এই কাজ আগামি ২ সপ্তাহের মধ্যেই শেষ করা হবে। ঠিক সেই কারনেই ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে চক্র রেল পরিষেবা।

উল্লেখ্য মাঝেরহাট সেতুর (Majherhat Bridge) সমান্তরালে শিয়ালদহ শাখার রেললাইনের উপরেই তৈরি হচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের(Joka- BBD Bag metro) মাঝেরহাট মেট্রো স্টেশন। চক্ররেল এবং পূর্ব রেলের শিয়ালদহ-বজবজ শাখার মাঝেরহাট স্টেশনের প্ল্যাটফর্মের উপরে সমকোণে হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশনটি। এই জন্যেই গত বৃহস্পতিবার থেকেই আংশিক ভাবে বন্ধ চক্ররেলের মাঝেরহাট স্টেশন। রেল সূত্রে খবর আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চক্ররেলের মাঝেরহাট স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। রেল সূত্রে আরও জানা গেছে যে চক্ররেলের যাত্রী তুলনামুলকভাবে কিছুটা কম হওয়ায় প্ল্যাটফর্ম বন্ধ রেখে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। মাঝেরহাট স্টেশন ছুঁয়ে যাওয়া ট্রেনকে আগেই আটকে দেওয়া হচ্ছে। কিন্তু ঐ রুটের নিত্য যাত্রীদের জন্য রেলের তরফ থেকে জানানো হয়েছে, চম্পাহাটি-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে।একই ভাবে মাঝেরহাট-হাসনাবাদ লোকালও চলবে বালিগঞ্জ থেকে। ওই ট্রেনটিকে আপাতত আপ কর্ড লাইন দিয়ে দমদমের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

অন্যদিকে এই মাঝেরহাটের মেট্রোর কাজের জন্য শিয়ালদহ-বিবাদী বাগ এবং বালিগঞ্জ-ব্যারাকপুর লোকালের রুটও কিছুটা পরিবর্তন করা হচ্ছে। এই অংশের কাজ শেষ হলে পরের ধাপে শিয়ালদহ-বজবজ শাখার রেললাইনের উপরে গার্ডার উত্তোলনের কাজ হবে। তবে মাঝেরহাটের চার নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকলেও শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে না বলেই রেল সূত্রে খবর।

spot_img

Related articles

চুপসে গেল মোদির ‘আত্মনির্ভর ভারতে’র বেলুন: দেশের রফতানি কমল ১১ শতাংশের বেশি

সবকিছু ভারতেই তৈরি হবে। ভারতই হবে উৎপাদক। গোটা বিশ্ব হবে তার বাজার। এই লক্ষ্য স্থির করে আত্মনির্ভর ভারত-এর...

সেফ ড্রাইভ সেভ লাইফ-এর সচেতনতা প্রচারে ১৮ জানুয়ারিতে হাফ ম্যারাথন, ঘোষণা পুলিশ কমিশনার

কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ-এর (Safe Drive Save Life) সচেতনতা প্রচারে প্রতিবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে হাফ...

বিয়েবাড়িতে সলমনের সিগনেচার স্টেপ হুবহু নকল শাহরুখের! স্টারডম ভুলে মঞ্চ কাঁপালেন দুই ‘খান’

নয়ের দশকের করণ- অর্জুন ২০২৫ সালে এসেও যে একই ভাবে বন্ধুত্ব বজায় রাখতে জানেন তার প্রমাণ মিলল দিল্লির...

নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন কল্যাণময়ের

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার শিক্ষক নিয়োগ মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। বুধবার...