Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

  • আজ, বুধবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। একদিকে যেমন লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছো ৮৪ পয়সা, তেমনই আবার ডিজেলের দামও লিটার প্রতি ৮১ পয়সা বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে বিগত ১৬ দিনে মোট ১০ টাকা বাড়ল জ্বালানির দাম।
  • গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই।বুধবার নিজাম প্যালেসে উপস্থিত হওয়ার কথা রয়েছে তাঁর।
  • আজ থেকে কেরলের কন্নুরে শুরু হচ্ছে সিপিএমের পার্টি কংগ্রেস। ওই সম্মেলনটি চলবে ১০ এপ্রিল পর্যন্ত।
  • বুধবার বিকেল ৩ টে নাগাদ নবান্নে রজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে।
  • ইডি-র স্ক্যানারে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, ৪.৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত।
  • শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। মঙ্গলবার গভীর রাতে একটি বিবৃত জারি করে প্রেসিডেন্ট জানান যে, তিনি জরুরি অবস্থার নির্দেশ প্রত্যাহার করে নিচ্ছেন।