এবার ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তর বই খুলে পরীক্ষা দেওয়ার অনুমতি দিতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। ছাত্র আন্দোলনের জেরে এবার বিভাগীয় প্রধানরা এই বিষয়ে অনুমতি দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। এর পাশাপাশি, ১০০-র বদলে ৭০ নম্বরে পরীক্ষা নেওয়া হতে পারে। একই সঙ্গে চার ঘণ্টা ধরেই পরীক্ষা (Examination) হবে। এই প্রস্তাব পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে। সেখান থেকে অনুমতি পেলেই এই প্রথা চালু হবে।

বই দেখে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে শিক্ষাবিদ পবিত্র সরকার (Pabitra Sarkar) জানান, এরাজ্যে নয়া হলেও, বিদেশে বিভিন্ন ক্ষেত্রে এই রীতি প্রচলিত আছে।
