Sunday, January 11, 2026

তিন ঘণ্টা পরে খোঁজ মিলল সল্টলেক শিক্ষানিকেতনের দুটি স্কুলবাসের, বাড়ি ফিরল পড়ুয়ারা

Date:

Share post:

স্কুলবাস উধাও হয়ে যাওয়া নিয়ে শুক্রবার দিনভর উত্তাল হল কলকাতা।  ৪০ জন পড়ুয়া নিয়ে সল্টলেক শিক্ষানিকেতন স্কুলের  দুটি বাস উধাও হয়ে গিয়েছিল। অবশেষে তিন ঘণ্টা পরে খোঁজ মিলল বাসদুটির। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে প্রত্যেক পড়ুয়াই বাড়ি ফিরেছে। প্রত্যেকেই সুস্থ আছে।

করোনা অতিমারির পরে শুক্রবারই প্রথম চালু হয় সল্টলেক শিক্ষানিকেতন স্কুল। পড়ুয়াদের অভিভাবকরা জানিয়েছেন সাধারণত বেলা ১২ টা থেকে সাড়ে বারোটার মধ্যেই তাঁদের সন্তানরা বাড়িতে পোঁছে যায়। কিন্তু শুক্রবার  নির্দিষ্ট সময়ের  তিনঘণ্টা পরেও বাড়ি ফেরেনি কোনো পড়ুয়া। খুব স্বাভাবিকভাবেই অতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। বাসের চালক বা খালাসি কারোর সঙ্গেই ফোনে যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাবা-মায়েরা।  অন্য কোনো উপায় না দেখে সকলেই স্কুলে ছুটে আসেন। কিন্তু  ৪০ জন পড়ুয়া নিয়ে  দুটি স্কুল বাস কোথায় গেল তার  কোনও হদিস মেলেনি। স্কুল কর্তৃপক্ষ অসহযোগিতা কর‍ছেন এই কারণ দেখিয়ে সল্টলেক শিক্ষানিকেতন স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা।  নির্দিষ্ট সময়ের সাড়ে তিন ঘণ্টা পরে খোঁজ মেলে দুটি বাসের।  বাস দুটির মালিক সিদ্ধার্থ সান্যাল জানিয়েছেন রুট বিভ্রাটের কারণেই এই বিভ্রান্তি। জানানো হয়েছে এক রুটের পড়ুয়া অরেক রুটের বাসে উঠে পড়েছিল। তাই বাসের চালক এবং সহযোগীকে অন্য অনেক রাস্তা ঘুরতে হয়েছে বলে সময় বেশি লেগেছে। যদিও বাস মালিক এই ঘটনায় বাসের চালক এবং সহযোগীর ব্যথর্তা স্বীকার করে নিয়েছেন।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে প্রত্যেক পড়ুয়াই বাড়ি পৌঁছে গিয়েছে। তারা সকলেই সুস্থ আছে। সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা ঘটনার তদন্ত শুরু করেছে।

spot_img

Related articles

আর কতদিন BLO-দের মোমবাতি মিছিল: জবাব চেয়ে নির্বাচন কমিশন দফতরের বাইরে বিক্ষোভ

একের পর এক মৃত্যু অব্যাহত। কেউ কাজের চাপে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। কেউ আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন। অথচ...

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...