‘হিন্দিতে কথা বলা উচিৎ সকল দেশবাসীর’, ফের শাহের দাবিতে বিতর্ক

হিন্দিকেই(Hindi) ইংরেজি ভাষার বিকল্প হিসাবে ব্যবহার করতে হবে। বিভিন্ন রাজ্যের মানুষের মধ্যে কথোপকথনের জন্য হিন্দি ভাষাকে ব্যবহার করা উচিৎ। বৃহস্পতিবার সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির(Parlamentry Comitee) বৈঠকে হিন্দি ভাষার পক্ষে জোর সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) অমিত শাহ(Amit Shah)। তাঁর দাবি, দেশের সংহতি রক্ষা করতে হিন্দিকে বাড়তি গুরুত্ব দিতেই হবে। শাহের এহেন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক করেছেন সরকারি কাজে সরকারি ভাষাই ব্যবহার করতে হবে। এতে অবশ্যই হিন্দির গুরুত্ব বাড়বে। সরকারি ভাষাকে দেশের সংহতি রক্ষার কাজে ব্যবহার করার সময় এসে গিয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, যখন দুটি আলাদা ভাষার সরকারি কর্মী নিজেদের মধ্যে কথা বলবেন তাদের ভাষা যেন ভারতীয় হয়, কখনই ইংরেজি হওয়া উচিৎ নয়। ইংরেজি ভাষার একমাত্র বিকল্প হতে পারে হিন্দি। অন্য কোনও ভাষা নয়।

আরও পড়ুন:যোগী রাজ্যে প্রকাশ্যে মহিলাদের ধর্ষণের হুমকি হিন্দুগুরুর! নীরব পুলিশ

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জাতীয় স্তরে হিন্দিতে জোর দেওয়ার দাবিতে সওয়াল করছেন অমিত শাহ। তাঁর দাবি একমাত্র হিন্দিই পারে ভারতীয়দের সংস্কৃতি এবং মূল্যবোধ অটুট রাখতে। এই লক্ষ্যে নবম শ্রেণি পর্যন্ত স্কুলে বাধ্যতামূলক হিন্দি শিক্ষার দাবি তুলেছেন শাহ। তবে সংবিধান মতে ভারতে সরকারি ভাষা ২২টি। এই অবস্থায় হিন্দি ছাড়া বাকি ভাষাভাষির রাজ্যগুলির উপর জোর করে কেন্দ্র হিন্দি চাপানোর চেষ্টা চালাচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

এদিকে শাহের এহেন মন্তব্যের পালটা দিয়ে শুক্রবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “হিন্দি ভাষাকে শ্রদ্ধা করি৷ ভাষাভাষীদেরও শ্রদ্ধা করি৷ তবে তাঁর বক্তব্যকে মানিনা। আমাদের দেশ বৈচিত্র‍্যের মধ্যে ঐক্য। ইংরাজি অবশ্যই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রয়োজন। কয়েকটি রাজ্য হিন্দি বলে গোটা দেশ জুড়ে হিন্দি চাপিয়ে দেওয়া হবে এটা গ্রহণযোগ্য নীতি হতে পারে না। এটা হিন্দি আগ্রাসনের উদ্বেগজনক প্রতিফলন। এই চাপিয়ে দেওয়া মানছি না।”

Previous articleJuan Ferrando: প্রথমবার মোহনবাগন ক্লাবে জুয়ান ফেরান্ডো, ঘুরে দেখলেন মাঠ ও জিম
Next articleতিন ঘণ্টা পরে খোঁজ মিলল সল্টলেক শিক্ষানিকেতনের দুটি স্কুলবাসের, বাড়ি ফিরল পড়ুয়ারা