Monday, August 25, 2025

সিবিআই নিয়ে কংগ্রেসের দ্বিচারিতা: অধীরকে তোপ কুণালের

Date:

Share post:

সিবিআই(CBI) ইস্যুতে দু’মুখো নীতি নিয়ে চলছে কংগ্রেস(Congress)। একদিকে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব বার বার অভিযোগ করেছেন সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে মোদি সরকার(Modi Govt)। অন্যদিকে সেই সিবিআইয়ের দাবিতে রাজ্যে সরব হতে দেখা গিয়েছে অধীর চৌধুরীদের। কংগ্রেসের এহেন দ্বিচারিতা নিয়েই শুক্রবার সাংবাদিক বৈঠকে সরব হয়ে উঠলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

রাজ্যে সিবিআই তদন্ত যেভাবে বেড়েছে তাতে বাংলায় সিবিআই দফতর খোলার দাবি তুলেছিলেন অধীর চৌধুরী। অধীরের সাম্প্রতিক এই মন্তব্যের পালটা দিয়ে এদিন কুণাল ঘোষ বলেন, “সিবিআই নিয়ে কংগ্রেসের একটা স্পষ্ট নীতি নেওয়া উচিৎ। এই সিবিআই যখন চিদম্বরমকে ধরতে যাবে সোনিয়া গান্ধির জামাইকে নোটিশ দেবে, গান্ধী পরিবারকে টার্গেট করবে তখন তারা লাফাবে প্রতিহিংসা বলে। আর এখানে তৃণমূলের ক্ষতি করার জন্য বিজেপির অস্ত্র নিজেদের অস্ত্র বলে মনে করবেন এই দ্বিচারিতা চলতে পারে না। অধীরবাবু বলুন, বাংলায় সিবিআই এলে ডাকঢোল পিটিয়ে স্বাগত জানাবেন, আর চিদম্বরম, সোনিয়ার জামাই বা গান্ধী পরিবারকে টার্গেট করলে চিৎকার করবেন এটা কিভাবে হয়? এই ধরনের রাজ্যভিত্তিক নাটক চলতে পারে না।”

আরও পড়ুন:নবম-দশমে শিক্ষক নিয়োগ : সিবিআই তদন্তের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য

এর পাশাপাশি বগটুইয়ে ভাদু শেখ খুনের ঘটনায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে কুণাল ঘোষ স্পষ্টভাবে জানিয়ে দেন, বগটুইয়ের ঘটনায় রাজ্য যথাযথ ভাবে তদন্ত শুরু করেছিল। রাজ্য সিবিআইকে সাহায্য করবে বলেছিল। যেহেতু ঘটনাটি ভাদু শেখের সাথে সংযুক্ত বিষয় তাই আদালত তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজ্য সরকার যথাযথ তদন্ত চালিয়ে যাচ্ছিল। আমরা আবার বলছি বৃহত্তর ষড়যন্ত্র চলছে বগটুইয়ের ঘটনায়।” একিসঙ্গে এদিন সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির প্রসঙ্গ তোলেন কুণাল ঘোষ। তিনি বলেন, নারদ কাণ্ডে শুভেন্দু অধিকারির নাম এফআইআরে রয়েছে। অথচ তাঁকে কেন গ্রেফতার করছে না সিবিআই। তাহলে নিরপেক্ষতা কোথায়? সিবিআই নিরপেক্ষতা বজায় রাখুক। ওরা তো রামপুরহাটে যাচ্ছে, তাহলে যেন হারানো নোবেলটাও খুঁজে আনে।

spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...