Saturday, August 23, 2025

দেশের মুদ্রাস্ফীতি বেড়ে ১৪.৫৫ শতাংশ, যুদ্ধের ঘাড়ে দায় ঠেলল মোদি সরকার

Date:

Share post:

মোদি জামানায় লাগাতার বাড়তে থাকা মূল্যবৃদ্ধির জেরে নাকাল দেশবাসী। সোমবার দেশের ভয়াবহ সেই মুদ্রাস্ফীতির রিপোর্ট প্রকাশ্যে আনল কেন্দ্রীয় সরকার(Central Govt)। যেখানে দেখা যাচ্ছে, বাড়তে বাড়তে গত মার্চ মাসে দেশের পাইকারি মুদ্রাস্ফীতি(Wholesale Inflation) বেড়ে ঠেকেছে ১৪.৫৫ শতাংশে। এই সঙ্খ্যাটাই গত ফেব্রুয়ারি মাসে ছিল ১৩.১১ শতাংশ। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা এই মূল্যবৃদ্ধি দেশের সাধারণ জনগনের জন্য ‘ভয়াবহ’ বললেও কম বলা হয়। আর অদ্ভুতভাবে এই মুদ্রাস্ফীতির সম্পূর্ণ দায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের(War) ঘাড়ে চাপিয়েছে মোদি সরকার।

সরকারের তরফে যে রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা গিয়েছে, একটানা ১২ মাস দেশের মুদ্রাস্ফীতি ডবল ডিজিটে রয়ে গিয়েছে। পাশাপাশি সব্জি বাজারে মূল্যবৃদ্ধির হার সামান্য একটু কমেছে তবে সঙ্খ্যাটা ভয় ধরানোর জন্য যথেষ্ট। তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে পাইকারি সব্জির বাজারে মুদ্রাস্ফীতি ছিল ২৬.৯৩ শতাংশ যা মার্চে কমে হয়েছে ১৯.৮৮। পাশাপাশি সরকারি রিপোর্টে আরও জানানো হয়েছে, মার্চ মাসে উত্পাদিত পণ্যের মুদ্রাস্ফীতি ১০.৭১ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ৯.৮৪ শতাংশ ছিল। জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে, মার্চ মাসে এর বৃদ্ধির হার ছিল ৩৪.৫২ শতাংশ। অপরিশোধিত পেট্রোলিয়াম মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে ৫৫.১৭ শতাংশ থেকে মার্চ মাসে ৮৩.৫৬ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন:কুরুচিকর আক্রমণ: কুণালের মামলায় আরও বেকায়দায় শুভেন্দু

এদিকে সরকারের তরফে অবশ্য মূল্যবৃদ্ধির দায় যুদ্ধের ঘাড়ে চাপিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২২ সালের মার্চ মাসে মুদ্রাস্ফীতির বাড়ার কারণ মূলত অপরিশোধিত পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, ধাতু ইত্যাদির দাম বৃদ্ধি। রাশিয়া ও ইউক্রেন সংকটের কারণে বিশ্বব্যাপী সরবরাহ ব্যাহত হয়েছে। যার জেরে মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। তবে মোদি জমানায় যেভাবে মূল্যবৃদ্ধি বেড়ে চলেছে তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে।




spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...