বিদেশি বিনিয়োগের আভাস মিলছে পর পর। এবার চুক্তি স্বাক্ষরিত হবে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের (BGBS) প্রথমদিনই ২০ এপ্রিল রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের গবেষণার জন্যই ‘রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস’(Russian Academy Of Sciences )-এর সঙ্গে হাত মেলাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এর ফলে একদিকে যেমন রাশিয়ায় গিয়ে গবেষণার সুযোগ পাবেন পড়ুয়ারা, তেমনই রাশিয়া থেকে বাংলায় এসে গবেষণা করতে পারবেন রুশ ছাত্র-ছাত্রীরা।

রাশিয়ার রাষ্ট্রদূতের উপস্থিতিতে ‘রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস’-এর সঙ্গে মৌ স্বাক্ষরিত হবে। থাকবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু-সহ আধিকারিকরা। শুধু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নানা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মৌ (MOU) সাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগেও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়-সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই ধরনের চুক্তি করতে পারে বলে সূত্রের খবর।

এই চুক্তির ফলে গবেষণার সুযোগ আরও বাড়বে বলে জানান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু (Shibajipratim Basu)। রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস’-এর পড়ুয়াদের সঙ্গে যৌথভাবে গবেষণাপত্র প্রকাশ করতে পারবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরাও।
