Sunday, August 24, 2025

কামিনী কাঞ্চন: বিজেপিতে চলা টাকার খেলার তদন্ত করুক ইডি, দাবি কুণালের

Date:

Share post:

রাজ্যের একের পর এক নির্বাচনে গোহারা হারছে বিজেপি(BJP)। দলের অন্দরের কোন্দল চরম আকার নিয়েছে। আদি বিজেপি, তৎকাল বিজেপি ও পরিযায়ি বিজেপিতে ল্যাজে গোবরে গেরুয়া শিবিরকে সামাল দিতে নাজেহাল অবস্থা শীর্ষ নেতৃত্বের। এহেন পরিস্থিতিতে ফের একবার ‘কামিনী কাঞ্চন’ তত্ত্ব জোরালো হয়ে উঠেছে রাজ্য বিজেপিতে। এই ইস্যুতেই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে সরব হয়ে উঠলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, যদি বিজেপিতে টাকার খেলা হয়ে থাকে তবে তা আর্থিক তছরুপ মামলার আওতায় পড়ে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিৎ এর তদন্ত করা।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, বিজেপিতে কামিনী কাঞ্চনের অভিযোগ প্রথমবার নয়। দলের এক সিনিয়ার নেতা সহ অনেকেই এই অভিযোগ তুলেছেন। কামিনী নিয়ে আমার কিছু বলার নেই। সেটা ওদের নিজস্ব ব্যাপার। তবে কাঞ্চন নিয়ে বারবার বিজেপিতে যে অভিযোগ উঠছে ইডির উচিৎ এবিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত করা। এই ধরনের অভিযোগ আর্থিক তছরুপ মামলার আওতায় পড়ে ইডি কেন এই অভিযোগের তদন্ত করবে না। যে টাকার খেলা বিজেপির ভেতর চলছে ইডি-সিবিআইয়ের উচিৎ এবিষয়ে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা। উল্লেখ্য, ২১-এর বিধানসভা নির্বাচনে গোহারা হারের পর তথাগত রায় সরাসরি বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কামিনী কাঞ্চনের অভিযোগ তুলেছিলেন। এরপর থেকে বারবার একাধিক নেতা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে এই অভিযোগ তুলেছেন। এই ঘটনারই তদন্তের দাবিতে এবার সরব হলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে পা রাখতেই বিপুল বিনিয়োগের ঘোষণা, দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘পাওয়ারহাউজ’ বললেন বরিস

অন্যদিকে, অন্তদ্বন্দ্বে জর্জরিত রাজ্য বিজেপিতে বৃহস্পতিবার মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “সুকান্তর অভিজ্ঞতা কম, সবে দায়িত্ব পেয়েছেন। কিন্তু ওঁর জানা উচিত যাঁরা এত দিন আন্দোলন করেছেন, তাঁদের গুরুত্ব দেওয়া জরুরি।” বিজেপির এহেন মুষলপর্ব প্রসঙ্গে এদিন কুণাল ঘোষ বলেন, “বিজেপিতে শুধু আদি-নব্য নয়, আদি-তৎকাল-পরিযায়ীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এটা যে হবে, সেটা আমরা অনেক আগেই বলেছি। এই বিজেপি বাংলায় রাজনীতি করার যোগ্য নয়। তাই বাংলার মানুষ বিজেপিকে নিয়ে মাথা ঘামাচ্ছে না। নিজজের হাসির খোরাক করছে।”




spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...