দুরত্ব অনেকদিন আগেই লক্ষ্য করা গিয়েছিলে। সেই ফাটল আরও চওড়া হল। এবার চিনা পর্যটকদের ভারতে প্রবেশের ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ভারত। আন্তর্জাতিক বিমান নিয়ামক সংস্থা আইএটিএ এই খবর জানিয়ে বলেছে, গত ২০ এপ্রিল থেকেই এই নিয়ম লাঘু করা হয়েছে। এর ফলে চিনা নাগরিকরাও এখন থেকে ভারতে প্রবেশের ছাড়পত্র পাবেন না।
আরও পড়ুনঃশিয়রে চতুর্থ ঢেউ! কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, চিনের বিশ্ববিদ্যালয়গুলোয় ভারতের প্রায় ২২ হাজার পড়ুয়া লেখাপড়া করে। তাদের সমস্যার কথা চিনকে জানিয়েছিল ভারত। কিন্তু, প্রতিবেশী দেশটি এখনও পর্যন্ত ওই পড়ুয়াদের চিনে প্রবেশ করতে দেয়নি। ফলে কারও কারও পড়াশুনো অর্ধেক পথেই শেষ হয়ে গেছে। এমতাবস্থায় এ বার চিনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়াও স্থগিত রাখল ভারত।
আইএটিএ-এর তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিনা নাগরিকদের পর্যটক ভিসা আর কার্যকর নয়। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে, কোন কোন দেশের নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন তা-ও জানানো হয়েছে তালিকায়।
