জুনেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল

জুন মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে চলতি বছরের  উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল।  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি স্পষ্ট করেছেন যে আগামী জুন মাসে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘ চলতি বছরের পরীক্ষা  সবে পরীক্ষা শেষ হয়েছে। এখনও অনেক কাজ বাকি। চেষ্টা করা হচ্ছে  জুনের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার।’

করোনা অতিমারির জেরে  গত দুবছর উচ্চমাধ্যমিক পরীক্ষাগ্রহণ সম্ভব হয়নি। ফলে অতিমারি পর্বের শেষে  এ বছরের পরীক্ষা ছিল যথেষ্টই গুরূত্বপূর্ণ। এ বছরই প্রথম পড়ুয়ারা নিজেদের স্কুলে  বসে পরীক্ষা দিয়েছে। অর্থাৎ পরীক্ষা হয়েছে হোম সেণ্টারে।  এ বছর মোট ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সবদিক সামলে এ বছর হোম সেন্টারে পরীক্ষা পরিচালনা করা নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়েছিল সংসদ। তবে সবকিছু সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলে মনে করছেন  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।  শুধু তাই নয়,  আগামী দিনেও হোম সেন্টারে পরীক্ষা গ্রহণের মডেলকেই  যে অনুসরণ করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ  তা  এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে। আগামী বছরের পরীক্ষাতে বেশকিছু পরিবর্তনও করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা  সংসদ।

Previous articleচন্দ্রর দাবি বনাম চন্দ্রচূড়ের যুক্তিতে ফের সরগরম নেতাজি অন্তর্ধান রহস্য
Next article২১ মে থেকে দুয়ারে সরকার, ৫ মে থেকে পাড়ায় সমাধান: ঘোষণা মুখ্যমন্ত্রী