Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

  • তাপপ্রবাহের জের! আগামী ২ মে থেকে সরকারি ও বেসরকারি স্কুল গুলিতে গরমের ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
  • দাম  বাড়াবে কেন্দ্র, দায় চাপাবে রাজ্যের ঘাড়ে। আগে পাওনা মেটান, জ্বালানি কর নেবে না রাজ্য। মোদিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ধানতলা কাণ্ডের তথ্য বিকৃত করে রাজ্যের বদনাম করতে চাইছে বিজেপি। বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • করোনা রুখতে শিশু টিকাককরণকে অগ্রাধিকার দেওয়া হোক, কপ্রোনা নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন। কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে সিনেমা চলছে।
  • দেশ জুড়ে কোভিডে সংক্রমিতের সংখ্যা বেড়ে প্রায় তিন হাজার ছুঁতে চলল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯২৭। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ২,৪৮৩। দৈনিক সংক্রমণের হার আগের চেয়ে সামান্য বেড়ে ০.৫৮ শতাংশে এসে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের।
  • রাজ্য সরকারের খরচেই SSKM-এ IVF চিকিৎসা পরিষেবা পাবেন নিঃসন্তান দম্পতিরা






Previous articleকথাসাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের অনুভূতিতে ‘কথাসন্ধি’
Next articleAccident: সাতসকালেই শহরে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম চালক