অবশেষে বিষয়টি নিশ্চিত করলেন মহারাজ। শুক্রবার, সন্ধেয় ভারতের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের (Sourabh Ganguli) বাড়িতে নৈশভোজ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবারই শাহিভোজ নিয়ে কৌতুক করেন মুখ্যমন্ত্রী। বলেন, “সৌরভকে বলো, বেশি করে দই-রসগোল্লা খাওয়াতে।“ এদিন, এই বিষেয় সৌরভ বলেন, “দিদি বাঙালি রীতি মেনেই অতিথিদের আপ্য়ায়ণে দই-রসগোল্লা খাওয়ানোর কথা বলেছেন।“ তবে, মেনুতে আর কী কী থাকবে, তা নিয়ে খোলসা করতে চাননি মহারাজ। তিনি শুধু বলেন, নিরামিষ পদই থাকবে। বাঙালী-গুজরাটি মিলিয়েই পদ নির্বাচন করা হয়েছে বলে সূত্রের খবর।

কী কারণে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? মহারাজের বলেন, “ওঁর সঙ্গে আমার বহুদিনের আলাপ। খেলার সময়েও দেখা হত। এবারও দেখা হবে। আমি ওঁর ছেলের সঙ্গে কাজ করেছি। এর থেকে বেশি কিছু নয়।“ একই সঙ্গে সৌরভ বলেন, অনেক কিছুই রটে। মমতাও বৃহস্পতিবার, এই বিষয়টি নিয়ে কৌতুক করে বুঝিয়ে দেন, তিনি পাত্তা দিতে চান না। আর এদিন সৌরভও জল্পনা ওড়ালেন। এখন মহারাজের ‘শাহিভোজে’ কী শাহি-আলাপ হয় সেটাই দেখার।
