Monday, November 10, 2025

কুকুরের অপমান করেছি: পুলিশ বিতর্কে মন্তব্য সেলিমের, ‘সমস্যা জিনে’ পাল্টা কুণাল

Date:

Share post:

পুলিশকে(Police) কুকুরের সঙ্গে তুলনা করে আগেই বিতরক বাড়িয়েছিলেন সিপিএমের(CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম(Md Selim)। তাঁর সেই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে নিন্দা শুরু হলেও পিছু হঠার পাত্র নন সেলিম। বরং বিতর্ক আরও বাড়ালেন সেলিম। রবিবার বীরভূমের রামপুরহাটে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে সেলিম জানালেন, ‘পুলিশের সঙ্গে কুকুরের তুলনা করে কুকুরের অপমান করেছি।’ যদিও সেলিমের এহেন মন্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

রবিবার রামপুরহাটে বামেদের এক মিছিলে যোগ দিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মিছিল শেষে রামপুরহাট পুরসভার মাঠে একটি জনসভার সেলিম বলেন, “তৃণমূলের লোকজন কেউ কেউ বলছেন, ‘ইসস! পুলিশকে আপনি কুকুরের সঙ্গে তুলনা করলেন?’ আমি সাধারণত উল্টোপাল্টা বলি না। কিছু বলে দিলেও আমার খারাপ লাগে। আমি দুঃখপ্রকাশ করি। আমি আজকে দুঃখপ্রকাশ করছি, পুলিশের সঙ্গে তুলনা করে আমি কুকুরের অপমান করেছি। এতে পুলিশের সম্মান নয়, কুকুরের সম্মান গিয়েছে। কারণ কুকুরকে প্রশিক্ষণ দিলে, বিশ্বাস করলে ও ঠিক খুনিকে গিয়ে ধরবে। কিন্তু ওই বগটুই গ্রামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পুলিশ সুপারকে বলছেন, ‘এই কেসটা সাজাতে হবে।’ অনুব্রত মণ্ডলও বলছেন, ‘ওই রকমই কেসটা সাজাতে হবে।’ কোনও কুকুর কি জিজ্ঞাসা করবে? কোনও কুকুর ওই কথা শুনবে?” উল্লেখ্য, শনিবার বিষ্ণুপুরে গিয়ে পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন সেলিম। তাঁর সেই বক্তব্যের রেশ ধরে এদিন ফের বিতর্কিত মন্তব্য করলেন অই বাম নেতা।

আরও পড়ুন:অর্জুন চৌরাশিয়া রহস্যমৃত্যু: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নেই খুনের প্রমাণ

তবে সেলিমের এহেন মন্তব্যের পাল্টা তোপ দাগতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন সেলিমকে তোপ দেগে তিনি বলেন, “এই সমস্যাটা ওনাদের জিনগত। ওঁরাই নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ‘তোজোর কুকুর’ বলতেন। সেই সংস্কৃতিই ধারন করছেন সেলিম। এটা ওঁদের জেনেটিক সমস্যা। ওঁদের জমানায় পুলিশকে দলদাসে পরিণত করেছেন। সেলিম যা করলেন, তাতে আমাদের উচিত দলমত নির্বিশেষে এই সংস্কৃতির তীব্র নিন্দা করা। কারণ আমাদের ঘরের ছেলেরা পুলিশে চাকরি করেন। মহম্মদ সেলিম ভুলে গেলেন, তাঁরা কী ভাবে পুলিশকে কাজে লাগিয়েছেন?”

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...