Sunday, January 11, 2026

কুকুরের অপমান করেছি: পুলিশ বিতর্কে মন্তব্য সেলিমের, ‘সমস্যা জিনে’ পাল্টা কুণাল

Date:

Share post:

পুলিশকে(Police) কুকুরের সঙ্গে তুলনা করে আগেই বিতরক বাড়িয়েছিলেন সিপিএমের(CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম(Md Selim)। তাঁর সেই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে নিন্দা শুরু হলেও পিছু হঠার পাত্র নন সেলিম। বরং বিতর্ক আরও বাড়ালেন সেলিম। রবিবার বীরভূমের রামপুরহাটে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে সেলিম জানালেন, ‘পুলিশের সঙ্গে কুকুরের তুলনা করে কুকুরের অপমান করেছি।’ যদিও সেলিমের এহেন মন্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

রবিবার রামপুরহাটে বামেদের এক মিছিলে যোগ দিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মিছিল শেষে রামপুরহাট পুরসভার মাঠে একটি জনসভার সেলিম বলেন, “তৃণমূলের লোকজন কেউ কেউ বলছেন, ‘ইসস! পুলিশকে আপনি কুকুরের সঙ্গে তুলনা করলেন?’ আমি সাধারণত উল্টোপাল্টা বলি না। কিছু বলে দিলেও আমার খারাপ লাগে। আমি দুঃখপ্রকাশ করি। আমি আজকে দুঃখপ্রকাশ করছি, পুলিশের সঙ্গে তুলনা করে আমি কুকুরের অপমান করেছি। এতে পুলিশের সম্মান নয়, কুকুরের সম্মান গিয়েছে। কারণ কুকুরকে প্রশিক্ষণ দিলে, বিশ্বাস করলে ও ঠিক খুনিকে গিয়ে ধরবে। কিন্তু ওই বগটুই গ্রামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পুলিশ সুপারকে বলছেন, ‘এই কেসটা সাজাতে হবে।’ অনুব্রত মণ্ডলও বলছেন, ‘ওই রকমই কেসটা সাজাতে হবে।’ কোনও কুকুর কি জিজ্ঞাসা করবে? কোনও কুকুর ওই কথা শুনবে?” উল্লেখ্য, শনিবার বিষ্ণুপুরে গিয়ে পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন সেলিম। তাঁর সেই বক্তব্যের রেশ ধরে এদিন ফের বিতর্কিত মন্তব্য করলেন অই বাম নেতা।

আরও পড়ুন:অর্জুন চৌরাশিয়া রহস্যমৃত্যু: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নেই খুনের প্রমাণ

তবে সেলিমের এহেন মন্তব্যের পাল্টা তোপ দাগতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন সেলিমকে তোপ দেগে তিনি বলেন, “এই সমস্যাটা ওনাদের জিনগত। ওঁরাই নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ‘তোজোর কুকুর’ বলতেন। সেই সংস্কৃতিই ধারন করছেন সেলিম। এটা ওঁদের জেনেটিক সমস্যা। ওঁদের জমানায় পুলিশকে দলদাসে পরিণত করেছেন। সেলিম যা করলেন, তাতে আমাদের উচিত দলমত নির্বিশেষে এই সংস্কৃতির তীব্র নিন্দা করা। কারণ আমাদের ঘরের ছেলেরা পুলিশে চাকরি করেন। মহম্মদ সেলিম ভুলে গেলেন, তাঁরা কী ভাবে পুলিশকে কাজে লাগিয়েছেন?”

 

spot_img

Related articles

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...