Monday, January 12, 2026

কংগ্রেস জামানায় একটির দামে দুটি সিলিন্ডার মিলত: মূল্যবৃদ্ধিতে মোদিকে তোপ রাহুলের

Date:

Share post:

দফায় দফায় দাম বেড়ে রান্নার গ্যাস(LPG) এখন হাজার ছাড়িয়েছে। মোদি জমানায় ভয়াবহ মূল্যবৃদ্ধিতে(Price Hike) নাকাল দেশবাসী। ভয়াবহ এই পরিস্থিতির জন্য এবার মোদি সরকারকে তোপ দেগে সরব হয়ে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। রবিবার টুইটে তথ্য তুলে ধরে কংগ্রেস(Congress) জমানার সঙ্গে মোদি জমানার(Modi govt) পার্থক্য তুলে ধরলেন তিনি। জানালেন, এখন যে দামে রান্নার গ্যাস কিনতে হচ্ছে, কংগ্রেস জমানায় এই দামে ২ টি সিলিন্ডার পাওয়া যেত।

মোদি সরকারের অনিয়ন্ত্রিত মূদ্রাস্ফীতি, অযোগ‌্য প্রশাসন ও বেকারত্ব বৃদ্ধির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে এদিন টুইটে রাহুল গান্ধী লেখেন, “২০১৪ সালে রান্নার গ্যাসের দাম ছিল ৪১০ টাকা সরকার ভর্তুকি দিত ৮২৭ টাকা। তবে বর্তমান মোদি জমানায় ২০২২ সালে রান্নার গ্যাসের দাম হয়েছে ৯৯৯ টাকা। আর সরকারি ভর্তুকি শূন্য।” যদিও রাহুলের দেওয়া তথ্য শুধুমাত্র দিল্লির গ্যাসের দাম। কলকাতাতে এই গ্যাসের দাম ১০২৬ টাকা। পাশাপাশি রাহুল গান্ধী আরও লেখেন, “শুধু কংগ্রেসই দেশের গরিব এবং মধ্যবিত্তর কথা ভেবে সরকার চালায়। এটাই আমাদের অর্থনৈতিক নীতির মূল ভিত্তি।”

প্রসঙ্গত, বিগত কয়েক মাসে রান্নার গ্যাসের পাশাপাশি দফায় দফায় পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে বাজারে কার্যত আগুন লেগেছে। হুড়মুড়িয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। যদিও বিজেপির দাবি, আন্তর্জাতিক বাজারে পেট্রোপন্যের দাম ব্যাপক ভাবে বেড়েছে। যার জেরেই রান্নার গ্যাসের দাম বাড়ছে। যদিও তথ্য বলছে, গত ৭ বছরে ধাপে ধাপে রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দিয়েছে মোদি সরকার। গত আর্থিক বছরের আগে পর্যন্ত নামমাত্র ভরতুকি দেওয়া হলেও এখন তা প্রায় শূন্য।




spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...