Tuesday, January 13, 2026

নির্ধারিত সময়ের ৪০মিনিট আগেই CBI দফতরে বিধায়ক পরেশ পাল

Date:

Share post:

এড়িয়ে যাওয়া নয়, প্রথম তলবেই হাজিরা। তাও আবার নির্ধারিত সময়ের ৪০মিনিট আগে সল্টলেক সিজিও কমপ্লেক্সে CBI দফতরে পৌঁছে যান বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। ভোট পরবর্তী হিংসা মামলায় কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের তদন্তে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূল বিধায়ক পরেশ পালকে। আজ, বুধবার সকাল ১১টায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরেশবাবু সকাল ১০.২০ মিনিট নাগাদ CBI দফতরে পৌঁছে যান।


আরও পড়ুন:পল্লবী মৃত্যুরহস্য: আত্মঘাতী হয়েছিলেন সাগ্নিকের পুরনো প্রেমিকাও


এদিকে, পরেশ পালের আগেই নিহত অভিজিৎ-এর দাদা বিশ্বজিৎ সরকার চলে আসেন সিজিও কমপ্লেক্সে। তাঁর বক্তব্য, CBI না ডাকা সত্ত্বেও তিনি নিজে থেকেই চলে এসেছেন। পরেশ পালের নির্দেশেই তাঁর ভাই খুন হয়েছেন, তাই CBI পরেশ পালের মুখোমুখি তাঁকে বসিয়ে জেরা করুক।


কিন্তু বিশ্বজিৎবাবুর এমন ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে হাইকোর্টের নির্দেশে CBI তদন্ত শুরু করেছে, আইন আইনের পথে চলছে। পরেশ পাল তদন্তে সহযোগিতা করতে একডাকে চলে এসেছেন। সেখানে বিনা নোটিশে তিনি কেন চলে এলেন বিশ্বজিৎ সরকার? তাহলে কি তদন্তে প্রভাব খাটাতে চাইছেন বিশ্বজিৎ?


উল্লেখ্য, গতবছর ২ মে বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পর কাঁকুরগাছিতে হামলা হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের উপর। ওইদিনই তাঁর মৃত্যু হয়। ভোট পরবর্তী হিংসা মামলার সঙ্গে যুক্ত হয় অভিজিৎ খুনের মামলাটিও। পরিবারের তরফে পরেশ পাল সহ তৃণমূলের এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করা হয়। ওই খুনের ঘটনায় পরেশ পালের কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখতে চায় CBI. সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য পরেশ পালকে তলব করে CBI. তিনি হাজির হয়েছেন। কিন্তু কেন অভিজিতের দাদা বিশ্বজিৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে সাতসকালে চলে এলেন, তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

spot_img

Related articles

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...