শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কিন্তু ঠিক তিনটের সময় পরেশের আইনজীবী সিবিআইকে ই-মেল করে জানিয়ে দিলেন যে মন্ত্রী কোচবিহারে আছেন। তিনি আরো কিছু দিন সময় চান। কিন্তু পরেশের এই জবাবে যারপরনাই ক্ষুব্ধ হয় আদালত। তার তারপরেই পরেশ অধিকারীর তরফে জানানো হয় যে সন্ধে ৬ টার সময় বাগডোগরা থেকে বেসরকারি সংস্থার বিমানে তিনি কলকাতায় আসবেন। আর তার পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিধাননগর কমিশনারেটকে নির্দেশ দেন পরেশ বিমানবন্দরে নামা মাত্রই তাঁকে যেন সিবিআই দফতরে পৌঁছতে সাহায্য করা হয়। আর যদি পরেশ বিমানবন্দরে না আসেন তাহলে আদালত সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাশাপাশি, বারবার বলা সত্ত্বেও পরেশ এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী কেউই নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই দফতরে হাজিরা না দেওয়ায় বাবা-মেয়ে, দু’জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করল সিবিআই।
