Monday, November 10, 2025

দেড়মাস পর বাড়ি ফিরছেন অনুব্রত, প্রিয় নেতাকে স্বাগত জানাতে তৈরি বোলপুর

Date:

Share post:

দীর্ঘ ৪৫ দিন পর বীরভূমের বোলপুরে নিজের বাড়িতে ফিরছেন অনুব্রত মণ্ডল। আজ, শুক্রবার বেলা ২টো নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। প্রিয় নেতা কেষ্টদা ঘরে ফিরছেন জেনে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে গোটা জেলাজুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে।

জেলা সভাপতিকে স্বাগত জানাতে ইতিমধ্যেই বোলপুর জেলা পার্টি অফিসে ভিড় জমাতে শুরু করেছেন অনুগামীরা। অনুব্রত মণ্ডলের বাড়ির সামনের রাস্তা দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে। তাঁর ছবি দিয়ে রাস্তার মোড়ে মোড়ে প্ল্যাকার্ড লাগানো হয়েছে। তাঁর বাড়ির সামনে একটি ছোট্ট মঞ্চও তৈরি করা হয়েছে। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন:হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন

উল্লেখ্য, CBI-এর কাছে হাজিরা দিতে প্রায় দেড়মাস আগে বোলপুর থেকে কলকাতায় আসেন অনুব্রত মণ্ডল। কলকতায় এলে তিনি চিনার পার্কের ফ্ল্যাটে থাকেন। এরপর শারীরিক অসুস্থতার জন্য তিনি বেশ কিছুদিন SSKM হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে ছুটি পেয়ে চিনার পার্কের বাড়িতেই ছিলেন। গত, বৃহস্পতিবার নিজেই CBI তদন্তকারীদের মুখোখুখি হওয়ার ইচ্ছে প্রকাশ করেন এবং সেইমতো নিজাম প্যালেসে যান। ঘন্টা তিনেক জিজ্ঞাসাবাদের পর অনুব্রত CBI দফতর ছাড়েন। এরপর আজ, নিজের বাড়ি বীরভূমে রওনা দেন তিনি। সন্ধ্যার মধ্যেই তাঁর বাড়ি পৌঁছে যাওয়ার কথা।




spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...