Sunday, August 24, 2025

Ms Dhoni: আগামী মরশুমেও সিএসকের জার্সি গায়ে মাঠে নামবেন ধোনি

Date:

Share post:

পরের বছরও আইপিএলে (IPL) খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। শুক্রবার এমনটাই জানালেন স্বয়ং ক‍্যাপেন্ট কুল। এদিন রাজস্থান রয়‍্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে চলতি আইপিএলের শেষ ম‍্যাচ খেলতে নামে চেন্নাই সুপার কিংস (CSK)। সেখানেই ধোনি স্পষ্ট জানিয়ে দেন আগামী মরশুমেও আইপিএলে মাঠে নামবেন তিনি।

শুক্রবার এবারের আইপিএলে শেষ ম্যাচ খেলছে চেন্নাই। আগেই প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে তারা। রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। সেখানেই ধোনিকে জিজ্ঞেস করা হয় আগামী বছর তিনি চেন্নাইয়ের হয়ে খেলবেন কি না। তাতে ধোনি বলেন, ‘‘অবশ্যই। খুব সহজ ব্যাপার। চেন্নাইয়ে না খেলে বিদায় জানানোটা খুব অন্যায় হবে। মুম্বই এমন একটা জায়গা দল এবং ব্যক্তিগত ভাবে অনেক ভালবাসা পেয়েছি। কিন্তু চেন্নাইয়ের সমর্থকদের জন্য সেটা খুব খারাপ হবে। আশা করি পরের বছর বিভিন্ন মাঠে খেলা হবে। তাই বিভিন্ন মাঠে গিয়ে, বিভিন্ন শহরে গিয়ে ধন্যবাদ জানাতে পারব। তবে সেটাই আমার শেষ বছর কি না সেটা বড় প্রশ্ন। দু’বছর পর কী হবে তা এখনই বলা সম্ভব নয়। পরের বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।”

জাতীয় দল থেকে অবসর ঘোষণা করার পর থেকেই জল্পনা চলছে যে, কতদিন আইপিএল খেলা চালিয়ে যাবেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল ছাড়া আর কোথাও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না তিনি। তাই আইপিএল শেষ হলেই প্রশ্ন জাগে আগামী মরশুমেও আইপিএলে সিএসকের জার্সি গায়ে ব‍্যাট হাতে দেখা যাবে তো ক‍্যাপ্টেন কুলকে? আর শুক্রবার যেন সেই প্রশ্নের জবাব দিয়ে তাঁর আপামোর সমর্থকদের ভরসা দিলেন তিনি।

আরও পড়ুন:Brendon McCullum: কেকেআর ছাড়ার আগে আবেগঘন বার্তা ম্যাকালামের

 

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...