Saturday, January 10, 2026

রবিবাসরীয় বিকেলে তৃণমূলে প্রত্যাবর্তন অজুর্নের

Date:

Share post:

জল্পনার অবসান! গত কয়েকসপ্তাহ ধরে দীর্ঘ টানাপোড়েনের পর ফের তৃণমূল কংগ্রেসের হাত ধরলেন অর্জুন সিং। রবিবাসরীয় বিকেলে অর্জুন সিং-এর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং-এর তৃণমূলে যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক,আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান,ব্যারাকপুরের বিজেপি বিধায়ক রাজ চক্রবর্তী সহ আরও অনেকে।

 

এদিন অর্জুন সিং-কে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানিয়ে ট্যুইট করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবাসরীয় বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অর্জুন সিং। এদিন সেখানে উপস্থিত হন অর্জুন সিং-এর অনুগামীরা। তৃণমূলে অর্জুন সিং-এর প্রত্যাবর্তনে রীতিমত উচ্ছ্বসিত তাঁর অনুগামীরাও।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। কিন্তু কিছুদিন আগে একাধিক ইস্যুতে সরব হন তিনি। পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সরব হন। এমনকী এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন। দফায় দফায় দিল্লিতে যান অর্জুন। পীযূষ গোয়েল থেকে জেপি নাড্ডা – সমস্যা সমাধানে প্রায় সকলের সঙ্গে কথা বলেন।কিন্তু তাতেও বরফ গলেনি।


রবিবাসরীয় সকালে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, ‘বিজেপিতে থাকব কিনা সেটা সময় বলবে। যাঁরা পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ, যাঁরা ছিলেন না তাঁদেরও ধন্যবাদ।’এদিন তৃণমূলে যোগদানের আগে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৈঠক করেন অর্জুন সিং।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...