কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশে আয়করের নথি পাঠালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বুধবার, তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ অনুব্রতর সম্পত্তি, আয়-ব্যয় সংক্রান্ত নথি নিজাম প্যালেসে জমা দেন। এরপরেই ফের তৃণমূলের বীরভূমের জেলা সভাপতিকে তলব করেছে সিবিআই। শুক্রবার, তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।

গরুপাচার মামলার তদন্তে সম্পত্তি, আয়-ব্যয় সংক্রান্ত নথি এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রতর পাশাপাশি আয়কর দফতরের কাছেও ওই সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, নথি মিলিয়ে দেখার পর অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।

কিন্তু অনুব্রত হাজিরা দেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, এদিন অনুব্রতর আইনজীবী জানান, তাঁর মক্কেল শারীরিকভাবে অসুস্থ। হার্টে ব্লকেজ রয়েছে। ১৫ দিন বিশ্রামে থাকতে বলেছে মেডিক্যাল বোর্ড। বাড়িতে বিশ্রামে রয়েছেন অনুব্রত। প্রয়োজনে CBI বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।
আরও পড়ুন- প্রায় ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর CBI দফতর ছাড়লেন পার্থ চট্টোপাধ্যায়
