Sunday, November 9, 2025

Asia Cup Hockey: এশিয়া কাপ হকির ‘সুপার ফোর’-এ ভারত

Date:

Share post:

এশিয়া কাপ হকিতে (Asia Cup Hockey) ইন্দোনেশিয়াকে (Indonesia) ১৬-০ গোলে হারাল ভারতীয় (India) হকি দল। এই জয়ের ফলে পুল এ থেকে সুপার ফোরে উঠল ভারত।

অবিশ্বাস্য! এশিয়া কাপ হকির ‘সুপার ফোর’-এ জায়গা করে নিল ভারত। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে গ্রুপের শেষ ম্যাচটা অন্তত পনেরো গোলের ব্যবধানে জিততেই হত ভারতীয়দের। বৃহস্পতিবার আয়োজক ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে উড়িয়ে দিয়ে অসাধ্যসাধন করল ভারত। জোড়া হ্যাটট্রিক করেন দীপসান তির্কে ও সুদেব বেলিমাগা। দীপসান তো একাই চার গোল করে ম্যাচের নায়ক। খেলা শেষ হতে যখন চার মিনিট বাকি, সেই সময় ১৪-০ গোলে এগিয়ে ছিল ভারত। পরের রাউন্ডের ছাড়পত্রের জন্য তখনও প্রয়োজন ছিল আরও একটি গোলের। তবে শেষ দু’মিনিটে পরপর দুটো গোল করে টিকিট নিশ্চিত করেন দীপসান।

অথচ অঙ্কটা ছিল অত্যন্ত জটিল। দিনের প্রথম ম্যাচ ছিল জাপান ও পাকিস্তানের। এই ম্যাচটা ড্র হলে কিংবা পাকিস্তান জিতলেই, ভারতীয়দের বিদায় ছিল নিশ্চিত। তবে জাপান ৩-২ গোলে পাকিস্তানকে হারানোর পর অঙ্কটা দাঁড়ায়, পরের রাউন্ডের জন্য পনেরো গোলের ব্যবধানে জিততেই হবে। আর সেই কার্যত অসম্ভব কাজটাই করে সুপার ফোর-এর টিকিট ছিনিয়ে নিলেন ভারতীয়রা। ফলে সমান পয়েন্ট পেয়েও, গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ছিটকে গেল পাকিস্তান।

ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন ভারতীয় খেলোয়াড়রা। ৯ মিনিটেই পবন রাজভরের করা গোলে এগিয়ে গিয়েছিল ভারত। এক মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন পবনই। ১৩ মিনিটে ৩-০ করেন উত্তম সিং। ফলে প্রথম কোয়ার্টারেই তিন গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পরপর দুটো গোল করেন এস ভি সুনীল ও সঞ্জীব। ২৩ মিনিটে ফের সুনীলের করা গোলে ৬-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। এরপর রক্তের স্বাদ পাওয়া বাঘের মতোই ইন্দোনেশিয়ার উপরে একের পর এক গোল চাপাতে থাকেন ভারতীয় খেলোয়াড়রা। ৩৯ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন সেলভাম কার্তি। বীরেন্দ্র একটি গোল করেন ৪০ মিনিটে। ম্যাচের নায়ক দীপসান হ্যাটট্রিক-সহ চার গোল করেন যথাক্রমে ৪১, ৪৬, ৫৮ ও ৫৯ মিনিটে। সুদেবের হ্যাটট্রিক আসে ৪৪, ৪৫ ও ৫৪ মিনিটে। এই জয়ের পর জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সঙ্গে এশিয়া কাপের সুপার ফোর-এ জায়গা করে নিল গতবারের চ্যাম্পিয়ন ভারতও। একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে এবারের টুর্নামেন্ট খেলতে এসেছে ভারতীয় দল। দেশের জার্সিতে অভিষেক টুর্নামেন্টেই জাত চেনালেন তরুণ ভারতীয়রা।

আরও পড়ুন:Virat Kohli: রজতের ইনিংসে মজে বিরাট, বললেন ‘ওর নাম আপনি ভবিষ্যতে আরও বহুবার শুনতে পাবেন’

 

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...