Thursday, November 13, 2025

চিকিৎকের ঘাটতি মেটাতে নার্সদের ন্যূনতম চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

গ্রামাঞ্চলে চিকিৎকের ঘাটতি মেটাতে নার্সদের (Nurse) সাধারণ চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামে চিকিৎসকের ঘাটতি মেটাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সম্প্রতি স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, রাজ্যের যে সমস্ত নার্সদের বিএসসি (BSC) এবং তার উর্ধ্বে ডিগ্রি রয়েছে তাঁদেরকে ৩ সপ্তাহের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিকভাবে ৭০৪জন নার্সকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে তাঁদেরকে সাধারণ অসুখগুলির চিকিৎসা সংক্রান্ত বিষয় শেখানো হবে। এর পর এই বিশেষ *প্রশিক্ষণ প্রাপ্ত নার্সদের ‘কমিউনিটি হেলথ অফিসার’ * হিসাবে গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পাঠানো হবে। সেখানে কাজ করবেন তাঁরা। সাধারণ মানুষের সাধারণ অসুখের চিকিৎসা করবেন ওই নার্সরা।

চিকিৎসকের অনুপস্থিতিতে *নার্সরাই যাতে ন্যূনতম চিকিৎসা পরিষেবা দিতে পারেন* সেই কারণে এই সিদ্ধান্ত। তবে এই বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত নার্সরা রোগী দেখতে পারবেন, ওষুধও দিতে পারবেন। কিন্তু *কোনও প্রেসক্রিপশন লিখতে পারবেন না। এমনকী, কোনও ডেথ সার্টিফিকেটও লিখতে পারবেন না নার্সরা*। শুধুমাত্র রোগীদের ন্যূনতম চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। গ্রাম থেকে ছোট খাটো অসুখে দূরে বা শহরে কোনও হাসপাতালে যেতে না হয় সেই কারণে স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্ত। এই উদ্যোগ চালু হলে গ্রামেই সুস্বাস্থ্য কেন্দ্রে ন্যূনতম চিকিৎসা পরিষেবা পাবেন মানুষ।

আরও পড়ুন- মাঙ্কি পক্স নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর, জারি নির্দেশিকা

spot_img

Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...