ঋণ (Loan) নেওয়া টাকা সময় মত পরিশোধ করতে পারেননি এক দলিত (Dalit) যুবক।সেই অপরাধে অপহরণ করে তাঁকে ৩১ ঘণ্টা শিকল (Chained)দিয়ে গোয়ালে বেঁধে রাখা হল। শুধু তা-ই নয়, বন্দি অবস্থায় তাঁকে লাগাতার মারধরও করা হল।দলিত যুবকের নাম রাধেশ্যাম মেঘওয়াল (Radheyshyam Meghwal)।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বুন্দি (Bundi) জেলায়। ছ’জনের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। বুন্দির পুলিশ সূত্রের খবর, পরমজিৎ সিংহ (Paramjit Singh) নামে একজন খামার মালিক ও তাঁর ভাই মিলে রাধেশ্যাম মেঘওয়াল নামে দলিত যুবককে অপরহণ করে গোয়ালে বন্দি করে রাখেন। তাঁদের সঙ্গে আরও চারজন এই ঘটনায় জড়িত।

ওই যুবকের কথায় ‘‘তিন বছর আগে ৭০ হাজার টাকা বার্ষিক চুক্তির ভিত্তিতে আমাকে কাজে নিয়োগ করেন পরমজিৎ। সেই সময় আমি বোনের বিয়ের জন্য ৩০ হাজার টাকা ধার নিয়েছিলাম। কিন্তু ছ’মাস ধরে তাঁদের খামারে ২৪ ঘণ্টা নাগাড়ে কাজ করার পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সে কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হই।’’
কাজ ছাড়ার পর থেকে রাধেশ্যামের কাছে তাঁরা ঋণের টাকা ফেরত চেয়ে ক্রমাগত চাপ দিতে থাকেন। তাঁকে বলা হয় ঋণের পরিমাণ সুদে আসলে এক লক্ষ টাকা হয়ে গিয়েছে। কাজ ছেড়ে দেওয়ার পর পরমজিৎকে ২৫ হাজার টাকা ফেরত দেন বলেও দাবি করেছেন রাধেশ্যাম। অভিযোগ, এরই মাঝে হঠাৎ এক দিন পরমজিৎ ও তাঁর ভাই এসে রাধেশ্যামকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ১০ দিন জমিতে কাজ করান।

গত ২২ মে তাঁকে একটি চায়ের দোকান থেকে জোর করে তুলে গিয়ে তাঁকে একটি গোয়াল (Cowshed) ঘরে শিকল দিয়ে বেঁধে মারধর করে। সেখানেই ৩১ ঘণ্টা বন্দি করে রেখে দেওয়া হয়। রাধেশ্যামের ভাইকে ছেড়ে দেওয়ার জন্য গিয়ে কাকুতি মিনতি করলে তাঁরা এক লক্ষ ১০ হাজার টাকা দাবি করে। শেষে এক জমি মালিকের কাছে ৪৬ হাজার টাকা নিয়ে রাধেশ্যামকে মুক্ত করেন তাঁর ভাই। যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
