হলদিয়ায় (Haldia)কানায় কানায় পূর্ণ শ্রমিক সমাবেশ থেকে অসাধু ঠিকাদারদের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নাম না করে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)।

একনজরে যা বললেন অভিষেক-

- রানিচকের ময়দানও শুধু তৃণমূলের শ্রমিক সমাবেশের জন্য ছোট পড়ছে
- আপনাদের সব খবর আমার কাছে আছে
- আজ পূর্ব মেদিনীপুরের সঙ্গে আত্মিক যোগ তৈরি হল
- কারা অনুগামী হয়ে দলের বারোটা বাজাচ্ছে, তা জানি
- সভায় আসার পথেও কিছু অনুগামীকে চিহ্নিত করেছি
- নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের
- ইডি-সিবিআইয়ের ভয়ে দিল্লির কাছে পূর্ব মেদিনীপুরের আবেগকে বিক্রি করেছ
- দিল্লিতে আমায় দুবার ডেকেছো, তোমাদের দুজন সাংসদ আমাদের দলে এসেছে
- আমরা দরজা খুলে দিলে তোমাদের দলটাই উঠে যাবে
- স্থানীয় যুবদের হলদিয়ায় কাজে অগ্রাধিকার দিতে হবে
- যারা টাকা নয়ছয় করছো, তারা হয় তৃণমূল করো, না হয় কান্ট্রাক্টরি করো
- তৃণমূলে থাকলে কন্ট্রাক্টারি করা যাবে না
- আগে পূর্ব মেদিনীপুরের সঙ্গে দেওয়াল ছিল, আজ সব ভেঙে চুরমার হল
- আমি ১০০দিন সময় দিন, আমি দলে কোনও ঠিকাদার রাখব না
- শ্রমিক সংগঠনের নেতারা ঠিকাদারদের সঙ্গে যোগসাজোশ করে চলতে পারবে না
- কোনও দাদার অনুগামী হয়ে চলা যাবে না
- হলদিয়া মিউনিসিপ্যালিটিতে ডেভালপমেন্ট ট্যাক্স নেওয়া চলবে না
- কোনও কন্ট্রাক্টর সিওডি-র বৈঠকে থাকবে না
- ১২ঘণ্টার কাজ করে ৮ঘণ্টার টাকা দেওয়া যাবে না
- প্রথমদিন থেকে যাঁরা তৃণমূল করেছেন, তাঁরাই প্রার্থী হবেন
- কোনও ঠিকাদার হলদিয়া নির্বাচনে প্রার্থী হবেন না
- যাঁরা জেলার সর্বেসর্বা ভাবেন, তাঁরা পদলেহন করেন
- পেট্রোপণ্যের দাম আকাশ ছোঁয়া, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কোনও জিনিসের দাম বাড়াননি
- জমির পাট্টা যাঁরা পাননি তাঁদের হয়ে আমি কথা বলব
- সিওডি-তে কোনও কন্ট্রাক্টর থাকবেন না, এটা সারা রাজ্যেই চালু হবে
- শ্রমিকদের তাঁদের প্রাপ্য দিতে হবে, না হলে কন্ট্রক্টরকে শ্রীঘরে যেতে হবে
- সব শ্রমিককে পিএফ-ইএসআই দিতে হবে
- শুভেন্দুকে তীব্র কটাক্ষ- তুমি অকৃতদার নও, অকৃতজ্ঞ
- প্রতিবছর হলদিয়ায় শ্রমিক সম্মেলন হবে, আমিও আসার চেষ্টা করব
- যাঁরা অনুগামীর নামে তৃণমূল করে, তারা রাস্তা দেখো
- যাঁরা অন্যদল থেকে তৃণমূলে এসেছে, তাঁরা ছড়ি ঘোরাতে পারবে না
- আমি যেটা বলি করব, সেটা করি
- ১১বছর ধরে একটা লোক বারোটা বাজিয়ে দিয়ে গিয়েছে
- আমিই প্রথম বলেছি, একটা লোক তলে তলে বিজেপি করছে : শুভেন্দুকে তোপ অভিষেকের
- পূর্ব মেদিনীপুরের মানুষ আগেই গদ্দারকে চিনেছেন
- বিচার ব্যবস্থায় দু-একজন তল্পিবাহক হয়ে গিয়েছে, সব ক্ষেত্রেই সিবিআই দিচ্ছে
- এই সত্যিকথা বলার জন্য আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আমি ২০০০ বার বলব