Thursday, August 28, 2025

মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরই সিল বলরামপুরের সেই দোকান, আটক ২

Date:

Share post:

মঞ্চে তুলে অভিযোগকারীকে দিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার মুখ থেকেই শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। অভিযোগ ছিল বলরামপুর বিএলআরও অফিসের(BLRO Office) উলটোদিকে থাকা দুই দোকানের মালিক জমির মিউটেশন নিয়ে দালালি করেন। এরপরই ওই দুই দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেইমতো পদক্ষেপ নিল পুলিশ। দুটি দোকান সিল করার পাশাপাশি আটক করা হল দুই দোকানের মালিক নিশীথরঞ্জন মাহাত ও রামজীবন মাহান্তীকে।

পুরুলিয়া জেলায় ভূমি দপ্তরের সমস্যা বহুদিনের। হুড়া, বলরামপুর ব্লকে জমির মিউটেশন নিয়ে নানা অভিযোগ জমা হচ্ছিল। বার বার অভিযোগ ওঠা সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। এরপর সোমবার পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে সেই সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করে আনেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকেই জানান, বিএলআরও অফিসের সামনে দুটি দোকানে বেআইনি কাজ হয় টাকার বিনিময়ে। পাশাপাশি এই ঘটনায় ভুক্তভোগী স্থানীয় মানুষদেরও প্রশাসনিক বৈঠকে হাজির করিয়ে তাদের মুখ থেকেই সবটা বলান মুখ্যমন্ত্রী। এরপরই বলরামপুর ও হুড়ার বিডিওদের দাঁড় করিয়ে জমির বেআইনি কাজকর্ম নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন।

আরও পড়ুন:আমার দলের হলে টেনে চারটে থাপ্পড় মারতাম: পুরুলিয়ার জেলাশাসককে তোপ মমতার

মুখ্যমন্ত্রী জানান, ওই দুই দোকানের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে হবে। তিনি বলেন, “আমি বলছি মানে, এখনই কাজ হয়ে যাবে। তবেই তাকে কাজ বলে।” সঙ্গে সঙ্গেই এবার পদক্ষেপ নিল বলরামপুর থানা। দুটি দোকান সিল করার পাশাপাশি দোকান মালিকদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এ বিষয়ে পুরুলিয়ার এসপি এস সেলভামুরুগন বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশমতো আমরা কাজ করেছি। ওই দুই দোকানদারকে থানায় নিয়ে আসা হয়েছে। শুরু হয়েছে জেরা। দোকান দুটি সিল করে দিয়েছি।”




spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...