Tuesday, August 26, 2025

SSC: এসএসসি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে 

Date:

Share post:

এসএসসি(SSC) নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ করে যে মামলা করা হয়েছিল , তার তদন্তে সিবিআই-এর হাতে এল নতুন তথ্য। এবার গ্রুপ সি(Group C) নিয়োগ মামলা নিয়ে মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  সিবিআই(CBI)।

এসএসসি তে নিয়োগ নিয়ে যে দুর্নীতির মামলা করা হয়েছে, এবার সেই মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আর সেখান থেকেই চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে উঠে এসেছে বলে সূত্রের খবর।আবেদন না করেই  চাকরির সুপারিশপত্র পাওয়ার অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে।সিবিআইয়ের তরফে দাবি করে বলা হয়েছে, গ্রুপ সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা প্রায় ৪০০- এর কাছাকাছি। শুধু তাই নয়, এই চাকরিপ্রার্থীরা স্কুলে যোগ দিতে গিয়ে অনেকসময় পরিচালন সমিতির বাধার মুখে পড়েছেন। তখনও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি  ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। প্রসঙ্গত, গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণিতে, নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছিলেন তিন চাকরিপ্রার্থী। তাঁদের ডেকে পাঠায় সিবিআই, চলে জিজ্ঞাসাবাদ। সেখান থেকেই এই তথ্য পাওয়া গেছে বলে খবর।এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) অফিসে তল্লাশি চালায় সিবিআই। ইতিমধ্যেই বেশ কিছু নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার থেকে মামলাকারীদের নথি সংগ্রহের কাজ শুরু করেছেন অফিসারেরা।

সিবিআই সূত্রে খবর, সোমবার মামলাকারীদের সঙ্গে কথা বলেন দায়িত্বরত অফিসারেরা। ঠিক কীসের ভিত্তিতে তাঁরা মামলা করেছিলেন,  কী কী নথি রয়েছে, সব কিছু মামলাকারীদের কাছে জানতে চায় সিবিআই । নথি সংগ্রহের পাশাপাশিমামলাকারীদের বয়ান রেকর্ড করা হয় বলেই জানা গেছে ।



spot_img

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...