খেলো ইন্ডিয়ায় ( Khelo India) অংশ করতে গিয়ে ভয়াবহ ট্রেন ডাকাতির শিকার বাংলার জিমনাস্টিক দল (Bengal Gymnastics)। ঘটনাটি ঘটেছে অমৃতসর মেলে। প্রতিযোগীদের নথি থেকে শুরু করে টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ করা হয়েছে বাংলা দলের তরফ থেকে। খোয়া গিয়েছে বাংলা দলের ম্যানেজার দিলীপ দাসের স্যুটকেশ। ইতিমধ্যেই রেল মন্ত্রককে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তাঁরা।


খেলো ইন্ডিয়ায় অংশ নিতে হরিয়ানায় যাচ্ছিল বাংলা দল। বাংলা দলের অনুমান, বৃহস্পতিবার রাত ২:৩০ থেকে ৩:৩০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে। বাংলা দলের ম্যানেজার দিলীপ দাসের স্যুটকেশ খোয়া গিয়েছে। যার মধ্যে ছিল প্রতিযোগীতাদের প্রয়োজনীয় সমস্ত নথিপত্র, এক লক্ষের বেশি টাকা, মোবাইল এবং ক্রেডিট কার্ড। এছাড়াও ইন্টারন্যাশনাল জাজ অংশুমান বন্দ্যোপাধ্যায়ের স্যুটকেস চুরি গিয়েছে।


বাংলা দলের অভিযোগ, ডাকাতির কথা শুনে রেল পুলিশ, টিটি বা রেলের অন্য কোনও আধিকারিক কোনও রকম সাহায্য করেননি। এখনও পর্যন্ত নেওয়া হয়নি এফআইআরও। শনিবার ভোরে অম্বালা পৌঁছবে বাংলা দল। সেখানে গিয়ে এফআইআর করবে তারা। তবে নথি চুরি যাওয়ায় খেলো ইন্ডিয়ায় বাংলার জিমন্যাস্টিক্সরা অংশ নিতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

আরও পড়ুন:Roy Krishna: জল্পনার অবসান, এটিকে মোহনবাগান ছাড়লেন রয় কৃষ্ণা























