Thursday, August 28, 2025

ছায়াকে ভয়! দলে চর থাকার আশঙ্কা বিজেপি সাংসদ জগন্নাথের, পাল্টা কটাক্ষ কুণালের

Date:

Share post:

দলের ভিতরে শাসকদলের বেশ কিছু চর রয়েছে। রানাঘাটের বিজেপি (BJP) সাংসদ জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) মন্তব্য ঘিরে চর্চা তুঙ্গে। দল বিরোধী কথা বলা বঙ্গের বিজেপি নেতাদের প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। এর জেরে কয়েকদিন আগেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে লাগাম পরাতে লিখিত নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ কিন্তু শুধু দিলীপ নন, দলেরই একের পর এক নেতা অস্বস্তিতে ফেলছেন রাজ্য বিজেপি-কে। দলের মধ্যে কোন্দল এই পর্যায়ে পৌঁছেছে নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছেন বিজেপির নেতানেত্রীরা।

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে যে ফানুস বিজেপি ফুলিয়ে ছিল, ফল প্রকাশের পরেই তা চুপসে গিয়েছে। কিন্তু ভোটের আগে তৃণমূল ছেড়ে অনেকেই গিয়েছিলেন বিজেপিতে। কোণঠাসা হয়ে অনেকে ফিরেছেন পুরনো দলে। এখনও অনেকেই রয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি সাংসদের মন্তব্য নিয়ে দলের অন্দরেই তুমুল চর্চা। রানাঘাটের সাংসদ বলেন, “এটা দলের অনুশাসনের ঘাটতির জন্য হচ্ছে। যারাই করুক তারা সত্যিকারের তৃণমূলের চর।“

জগন্নাথ সরকারের মতে, বিজেপির মধ্যে থাকেও কেউ যদি সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী কোনও পোস্ট করেন,তাহলে নিশ্চিত ভাবে তিনি বিজেপির হিতাকাঙ্খী নন। “সে তৃণমূলের দালাল। সেই শ্রেণির লোককে আমি বলব দল থেকে বহিষ্কার করা বা তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা প্রথমেই করা উচিত। না হলে দলের উন্নতি হয় না।“ জগন্নাথের এই মন্তব্য স্বভাবতই অস্বস্তি বিজেপির রাজ্য নেতৃত্ব। কারণ বিজেপি বিধায়ক তথা বিরোধীদল নেতাই তৃণমূল থেকে সব সুবিধা নেওয়া পরে এখন বিজেপিতে গিয়ে ছড়ি ঘোরাচ্ছেন। এখন জগন্নাথ কাদেরকে নিশানা করেছেন সেবিষয় স্পষ্ট নয়।

জগন্নাথের মন্তব্য নিয়ে তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বঙ্গ বিজেপি ভেঙে চুরমার। আদি বনাম তৎকাল বনাম পরিযায়ী বিজেপি-র দ্বন্দ্বে জেরবার দল। অনেক বিজেপির বিধায়ক-সাংসদ দল ছাড়ার জন্য পা বাড়িয়ে আছেন। এই পরিস্থিতিতে আর কাউকেই বিশ্বাস করতে পারছেন না বিজেপি নেতৃত্ব।




spot_img

Related articles

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...