লোকসভা নির্বাচনে মুখ ফিরিয়ে ছিল উত্তরবঙ্গের (North Bengal) অধিকাংশ অঞ্চল। বিধানসভা নির্বাচনে ফল ভালো হলেও, তা দক্ষিণের সমতুল্য নয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার, আলিপুরদুয়ারের কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরবঙ্গের মানুষকে তৃণমূলের প্রতি আস্থা রাখার বার্তা দেন। সেখানেই তিনি স্পষ্ট বলেন, স্থানীয় নেতার উপর রাগ করে তৃণমূলকে (TMC) ভুল বুঝবেন না।

উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের উপর কী স্থানীয় মানুষ সন্তুষ্ট নন! ব্যালট অন্তত সেটাই প্রমাণ করছে। তার উপর লাগাতার বিজেপির বিভিন্ন হুমকি। ফলে কিছুটা মনোবল হারিয়ে অনেক তৃণমূল নেতা-কর্মীই বসে গিয়েছেন। এদিন, কর্মিসভা থেকে দলের নেতা-কর্মীদের বাইরে বেরিয়ে আসার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। ঘর ছেড়ে বেরিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করার নির্দেশ দিয়েছেন মমতা। একই সঙ্গে স্থানীয় মানুষের কাছে তাঁর আবেদন বিজেপি (BJP) ভুল বোঝানো বা উস্কানির ফাঁদে পা না দিয়ে কারা পাশে আছে সেটার দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, ভোট নিয়ে চলে যায় বিজেপি। সারা বছর তাঁদের আর পাত্তা পাওয়া যায় না। পাশে থাকে তৃণমূল। ‘‘কোনও ভুল বোঝাবুঝি থাকলে আমায় দোষ দিন। ভুল করলে আমরা তা সংশোধনও করি। কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না।’’