Thursday, November 13, 2025

আপনারা কেউ মাস্ক পরেননি, এটাই মোদির ভারত: রাজ্য নেতৃত্বের আজব প্রশংসায় নাড্ডা

Date:

Share post:

বিমান, ট্রেন থেকে মেট্রো সমস্ত ক্ষেত্রে করোনার(COVID) বিরুদ্ধে লড়াইয়ে মাস্ককে গুরুত্ব দেওয়ার কথা বলে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অথচ রাজ্য সফরে এসে বিজেপি সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) তাঁর সভায় আসা রাজ্য নেতৃত্বের মাস্ক না পরার বিষয়টিকে রীতিমতো বাহবা দিলেন। জানালেন, “এই যে আপনারা মাস্ক পরেননি এটাই মোদিজীর ভারত। মোদিজী করোনাকে আটকে দিয়েছে ভারতে। অথচ বিশ্বে দেখুন মার্কিন রাষ্ট্রপতি বাইডেন এখনো মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন।” দেশে যখন ধীরে ধীরে ফের করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে ঠিক সেইসময় মাস্ক না পরার বিষয়টিকে নাড্ডার প্রশংসা স্বাভাবিকভাবেই বিতর্ক বাড়িয়ে তুলেছে।

এদিন ন্যাশনাল লাইব্রেরির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানেই তিনি বলেন, পৃথিবীতে যে কোন ভ্যাকসিন আবিষ্কার হতে দীর্ঘ বছর সময় তবে মোদিজি নেতৃত্বে এক বছরের মধ্যেই দেশবাসী ভ্যাকসিন পেয়ে গিয়েছেন। আর এটাই প্রমাণ করে দেশ এগোচ্ছে। এরপরই সভায় মাস্ক না পড়ে উপস্থিত হওয়া রাজ্য বিজেপি নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, “এই যে আপনারা মাস্ক পরেননি এটাই মোদিজীর ভারত। মোদিজী করোনাকে আটকে দিয়েছে ভারতে। অথচ বিশ্বে দেখুন মার্কিন রাষ্ট্রপতি বাইডেন এখনো মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন।” দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝে নাড্ডার এহেন মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করেছে। কারণ একদিকে নাড্ডা যখন মাস্ক না পরার প্রশংসা করছেন অন্যদিকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফের ঘোষণা করা হয়েছে মাস্ক না পড়লে যাত্রীদের বিমানে উঠতে দেওয়া হবে না।

পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে তৃণমূল সহ দেশের আঞ্চলিক দলগুলির বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় নাড্ডাকে। তিনি বলেন, জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু পর্যন্ত যতগুলো আঞ্চলিক দল রয়েছে বেশিরভাগটাই পরিবারতান্ত্রিক দলে পরিণত হয়েছে। এই তালিকায় তৃণমূলকে যোগ করে তিনি বলেন, আমাদের দলেই নেতা রয়েছে, নীতি রয়েছে, নিয়ত , কর্মসূচি রয়েছে, কর্মী রয়েছে, একসঙ্গে কাজ করা যায়। সব রিজিওনাল পার্টি পরিবারের পার্টি। পিসি এবং ভাইপোর পার্টি হয়ে গেছে। আমাদের লড়াই কাদের বিরুদ্ধে। সেটাও দেখতে হবে। তৃণমূলকে তোপ দেগে তিনি আরো বলেন, তৃণমূলকে দেখে নাও। নেতা আছে নীতি নেই। নেতা থাকলে নিয়ত (ইচ্ছা) নেই। খাও, খাও, খাও। কমিশন মিশন। এটাই মিশন। সদিচ্ছা নেই। কর্মীর নাম সিন্ডিকেট।


spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...