Tuesday, November 18, 2025

লাদাখ সীমান্তে মোতায়েন ২৫ চিনা যুদ্ধবিমান, বাড়ছে লালফৌজের হামলার আশঙ্কা

Date:

Share post:

ফের লাদাখ(Ladakh) সীমান্তে বাড়তে চলেছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এবার পুরোদমে লাদাখ সীমান্তে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে লালফৌজ। সম্প্রতি নয়াদিল্লিতে(New Delhi) এসে এমনটাই জানিয়েছেন মার্কিন সেনার প্যাসিফিক কমান্ডের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিন। এরপরই জানা গেল, লাদাখ সীমান্তে ২৫ টি অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে চিন(China)। আর এই পরিস্থিতি যে বেশ উদবেগজনক তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, পূর্ব লাদাখে সীমান্তের ওপারে চিনের হোটান বায়ুসেনা ঘাঁটিতে তৎপরতা নজরে এসেছে দেশের গোয়েন্দাদের। সেখানে ২৫টি অত্যাধুনিক জে-১১ ও জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে লালফৌজ। আগে ওই এয়ারবেসে মিগ-২১-এর মতো বিমান রাখত চিন। কিন্তু এবার আধুনিক ও জটিল যুদ্ধে সক্ষম জে-১১ এর মতো বিমান মোতায়েন চিন্তার বিষয়। প্রসঙ্গত, গালোয়ান সংঘর্ষের পর হোটান বিমানঘাঁটি ‘H-20’ বোমারু বিমান উড়িয়েছিল চিন। ভারতের রাফাল বিমানের সঙ্গে টক্কর দিতেই এই অত্যাধুনিক বিমান তৈরি করছে চিন। যা আপাতত ট্রায়ালের একেবারে শেষ পর্যায়ে।

উল্লেখ্য, কারাকোরাম পাসের উত্তর-পূর্বে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রয়েছে চিনের হোটান বায়ুসেনা ঘাঁটি। লাদাখের প্যাংগং হ্রদের ৪ নম্বর ফিঙ্গার এলাকা থেকে ওই বিমানঘাঁটির দূরত্ব মাত্র ৩৮০ কিলোমিটার। ফলে রাডারে কার্যত অদৃশ্য চিনের এই ‘H-20’ বোমারু বিমানের মহড়ায় স্বাভাবিকভাবেই উদবেগ ছড়ায় ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে। এই পরিস্থিতিতে ওই বিমান ঘাটিতে আরও ২৫ টি অত্যাধুনিক বিমানের মোতায়েন স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে ভারতের।


spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...