Thursday, August 21, 2025

বিয়ের পরই ক্ষমা চাইলেন নবদম্পতি নয়নতারা-ভিগনেশ, কেন জানেন ?

Date:

Share post:

অবশেষে চারহাত এক হল নয়নতারা ও ভিগনেশের। মহাবলীপুরমে তাঁদের বিয়ের আসর বসলেও তারা চেয়েছিলেন তিরুপতি মন্দিরে এদিন তাঁদের বিয়ের সমস্ত অনুষ্ঠানটি করতে। কিন্তু লজিস্টিক ইস্যু তৈরি হওয়ার ফলে তা তিরুপতি মন্দিরে আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু বিয়ের পরই ক্ষমা চাইতে হল নবদম্পতি নয়নতারা-ভিগনেশকে।

জানা গিয়েছে, বিয়ের পরই তিরুপতি মন্দির দর্শনে গিয়েছছিলেন নবদম্পতি নয়নতারা এবং ভিগনেশ। আর তারপরই বিতর্কে জড়ান তাঁরা। তাঁদের আইনি নোটিসও দেওয়া হয় মন্দিরের তরফ থেকে। কিন্তু কী কারণে নবদম্পতিকে ঘিরে এই বিতর্ক ? জানা গিয়েছে, তিরুপতি মন্দিরে জুতো পরে প্রবেশ করেছিলেন তাঁরা। মন্দির চত্বরে জুতো পরে ঘোরাঘুরি এবং ফোটোশ্যুট করেন। মূলত নয়নতারাকেই জুতো পরে দেখা গিয়েছিল। সেই কারণেই তাঁদের নিয়ে বিতর্ক তৈরি হয়। মন্দির চত্বরে জুতো পরে প্রবেশ এবং ফোটোশ্যুটের কারণে নবদম্পতিকে আইনি নোটিসও দেওয়া হয়। এরপর তিরুমালা তিরুপতি দেবাষ্টনম বোর্ডকে লিখিত বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছেন ভিগনেশ শিবান।

কী লিখেছেন ভিগনেশ ? লিখিত বিবৃতিতে তিনি লিখেছেন, ‘প্রিয় সকলে, আমরা সবসময়ই চেয়েছিলাম আমাদের বিয়ে তিরুপতি মন্দিরে হোক। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। তাই আমরা চেন্নাইয়ে আমাদের বিয়ে সারি। কিন্তু বিয়েটাকে মন থেকে সম্পূর্ণ করতে বিয়ের মণ্ডপ থেকেই আমরা সোজা তিরুপতি মন্দিরে চলে আসি, বাড়িতে না গিয়েও ঈশ্বরের আশীর্বাদ নিতে। আমাদের মন্দির দর্শন অসাধারণ ছিল। আমরা মন্দিরের বাইরে গিয়ে ছবি তুলি যাতে অনুভব করতে পারি যে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। কিন্তু ভিড়ের কারণে তাড়াহুড়োতে খেয়ালই করিনি যে আমরা জুতো পরে আছি। আমরা এমনই এক দম্পতি যাঁরা নিয়মিত মন্দিরে যাই এবং ঈশ্বরে বিশ্বাস করি। গত ৩০ দিনে আমরা পাঁচবার তিরুমালা এসেছি। আমরা অত্যন্ত আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী যে আমরা সবার মনে দুঃখ দিয়েছি।

তবে, আমাদের মনে ঈশ্বরের প্রতি কোনও অশ্রদ্ধা নেই। আমাদের জীবনের বিশেষ দিনে সকলের থেকে যে ভালোবাসা আর আশীর্বাদ পেয়েছিল, তাতে অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ।’ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন যে, তাঁরা এই দুই তারকার কাছ থেকে লিখিত বিবৃতি পেয়েছেন।

 

 

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...