Saturday, January 10, 2026

প্রাথমিক টেট দুর্নীতিতে সরাসরি জড়িত CPIM! চাকরি গেল প্রাক্তন বাম কাউন্সিলরের মেয়ের

Date:

Share post:

বারবার টেট নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলের দিকে অভিযোগের আঙুল তোলে সিপিআইএম। এবার সেই তালিকায় খোদ সিপিএমের (CPIM) নেতা তথা কালনা পুরসভার প্রাক্তন কাউন্সিলর বীরেন্দ্রনাথ বসুমল্লিকের (Birendranath Basu Mallik) মেয়ের নাম। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে যে ২৬৯ জন প্রাথমিক স্কুল শিক্ষক বরখাস্ত হয়েছেন, তার মধ্যে রয়েছেন বীরেন্দ্রনাথের মেয়ে বৈশাখী বসুমল্লিক (Boishakhi Basu Mallik)। বাম জমানায় দীর্ঘদিন কালনা পুরসভার সিপিআইএম কাউন্সিলর ছিলেন বৈশাখীর বাবা। বামেদের প্রাথমিক স্কুল শিক্ষক সংগঠন এবিপিটিএ-র (ABPTA) জেলার নেতাও ছিলেন তিনি। বৈশাখীর মা-ও গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী।

তবে, শুধু বাবা নন, বৈশাখীর স্বামী শুভাশিস সরকারও সিপিআইএম নেতা। শুভাশিস সরকার ওরফে বাঘা ২০১৫-তে কালনার পুরসভার ১৬ ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী ছিলেন। তাদের জমানায় না কি দুর্নীতির হয়নি- গলা ফাটিয়ে এরকম দাবি করেন বাম নেতারা। অথচ কালনার বসুমল্লিক পরিবারে না কি এমন কেউ নেই যিনি সরকারি চাকরি পাননি। এবার আদালতের নির্দেশে স্পষ্ট হল কীভাবে চাকরি পেয়েছিলেন বৈশাখী বসুমল্লিক!

পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি দিয়ে মোট ১৭ জন প্রাথমিক শিক্ষককে বরখাস্ত করার কথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সচিব আর সি বাগচি। সেই তালিকায় দ্বিতীয় নাম বীরেন্দ্রনাথের মেয়ের। ২০১৮-তে জানুয়ারিতে কালনার ধাপাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে যোগ দিয়েছিলেন বৈশাখী। তাঁর প্রাপ্ত নম্বর ৩৩.৬৪৯। হাই কোর্টের নির্দেশ মতো পদক্ষেপ করা হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য। এলাকার স্কুল ইন্সপেক্টরদের নির্দেশিকার কথা লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি হাইকোর্টের বিচারাধীন বলে মেয়ের চাকরি যাওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বীরেন্দ্রনাথ।

জেলা তৃণমূল মুখপাত্র দেবু টুডু বলেন, এই ঘটনা প্রমাণ করে সিপিআইএমই প্রাথমিকের দুর্নীতিতে জড়িত। তবে, এই ঘটনার সঙ্গে দূরত্ব রেখেছে জেলা সিপিআইএম।

 

 

 

spot_img

Related articles

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...