Sunday, August 24, 2025

স্পেকট্রাম নিলামে মিলল অনুমোদন , আসছে 5G পরিষেবা

Date:

Share post:

অবশেষে অপেক্ষার অবসান, বহু আলোচিত স্পেকট্রাম নিলামে এবার অনুমোদন দিল কেন্দ্র। আজ বুধবারই কেন্দ্রীয় সরকার এই নিলামের অনুমতি দিয়েছে বলে জানা যাচ্ছে। টেলিকম মন্ত্রকের দেওয়া প্রস্তাব অনুসারে, ফাইভ জি (5G)স্পেকট্রাম আগামী ২০ বছরের জন্য মোট ৭২০৯৭.৮৫ মেগাহার্টজ-এ নিলাম করা হবে। এই নিলামের মাধ্যমেই দেশে ৫জি পরিষেবা শুরুর দায়িত্ব বণ্টন করা হবে নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে।

টেলিকম সংস্থাগুলি ফাইভ জি (5G)পরিষেবার জন্য ক্রমাগত ট্রায়াল করে চলেছে। মন্ত্রিসভার তরফে দাবি করা হয়েছে, ৫ জি পরিষেবা আগের ৪জি পরিষেবার তুলনায় ১০ গুণ বেশি গতিসম্পন্ন হবে। যেহেতু ট্রায়াল চলছে অনবরত চলছে, সেক্ষেত্রে বিভিন্ন সংস্থা খুব তাড়াতাড়ি এই নিলাম প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইবে বলে মনে করা হচ্ছে। টেলিকম কোম্পানিগুলো এর জন্য প্রতিনিয়ত পরিকাঠামো তৈরি করছে। মনে করা হচ্ছে, নিলামে অংশ নিতে পারে ভোডাফোন, এয়ারটেল ও জিও এর মতো কোম্পানিগুলো। যদিও নিলাম প্রক্রিয়া কবে নাগাদ শুরু হতে পারে তা এখনও জানা যায়নি। তাই কত তাড়াতাড়ি ৫জি পরিষেবা দেশে শুরু হবে তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে এর আগে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফাইভ জি পরিষেবা চালু হতে চলেছে। স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া মিটলেই বাকি কাজ দ্রুতগতিতে মিটবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু ৫জি পরিষেবা এলে খরচ কতটা বাড়বে এই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।

ফাইভ জি (5G) পরিষেবা চালু হলে ইন্টারনেটের গতির আমূল পরিবর্তন হবে বলে আশা করা যায়। বর্তমান গতির চেয়ে ১০ গুণ দ্রুত গতি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। গেমিং সেক্টরেও ৫জি আসার পর পরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে।



spot_img

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...