Tuesday, December 2, 2025

স্পেকট্রাম নিলামে মিলল অনুমোদন , আসছে 5G পরিষেবা

Date:

Share post:

অবশেষে অপেক্ষার অবসান, বহু আলোচিত স্পেকট্রাম নিলামে এবার অনুমোদন দিল কেন্দ্র। আজ বুধবারই কেন্দ্রীয় সরকার এই নিলামের অনুমতি দিয়েছে বলে জানা যাচ্ছে। টেলিকম মন্ত্রকের দেওয়া প্রস্তাব অনুসারে, ফাইভ জি (5G)স্পেকট্রাম আগামী ২০ বছরের জন্য মোট ৭২০৯৭.৮৫ মেগাহার্টজ-এ নিলাম করা হবে। এই নিলামের মাধ্যমেই দেশে ৫জি পরিষেবা শুরুর দায়িত্ব বণ্টন করা হবে নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে।

টেলিকম সংস্থাগুলি ফাইভ জি (5G)পরিষেবার জন্য ক্রমাগত ট্রায়াল করে চলেছে। মন্ত্রিসভার তরফে দাবি করা হয়েছে, ৫ জি পরিষেবা আগের ৪জি পরিষেবার তুলনায় ১০ গুণ বেশি গতিসম্পন্ন হবে। যেহেতু ট্রায়াল চলছে অনবরত চলছে, সেক্ষেত্রে বিভিন্ন সংস্থা খুব তাড়াতাড়ি এই নিলাম প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইবে বলে মনে করা হচ্ছে। টেলিকম কোম্পানিগুলো এর জন্য প্রতিনিয়ত পরিকাঠামো তৈরি করছে। মনে করা হচ্ছে, নিলামে অংশ নিতে পারে ভোডাফোন, এয়ারটেল ও জিও এর মতো কোম্পানিগুলো। যদিও নিলাম প্রক্রিয়া কবে নাগাদ শুরু হতে পারে তা এখনও জানা যায়নি। তাই কত তাড়াতাড়ি ৫জি পরিষেবা দেশে শুরু হবে তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে এর আগে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফাইভ জি পরিষেবা চালু হতে চলেছে। স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া মিটলেই বাকি কাজ দ্রুতগতিতে মিটবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু ৫জি পরিষেবা এলে খরচ কতটা বাড়বে এই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।

ফাইভ জি (5G) পরিষেবা চালু হলে ইন্টারনেটের গতির আমূল পরিবর্তন হবে বলে আশা করা যায়। বর্তমান গতির চেয়ে ১০ গুণ দ্রুত গতি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। গেমিং সেক্টরেও ৫জি আসার পর পরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে।



spot_img

Related articles

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...