নজরে রাষ্ট্রপতি নির্বাচন: ১৭ দলের উপস্থিতিতে দিল্লিতে বৈঠক শুরু মমতার

রাষ্ট্রপতি নির্বাচনকে(Precidensial Election) মাথায় রেখে বিরোধীদের একজোট করতে বৈঠকে বসলেন তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই বৈঠকে যোগ দিতে দেখা গেল ১৭ টি রাজনৈতিক দলকে। পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকতে পারেনি আম আদমি পার্টি(AAP), তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতির(TRS) মতো বেশ কয়েকটি দল। সূত্রের খবর, মমতার ডাকা এই বৈঠকে ৫ টি দল অনুপস্থিত থেকেছে।

গত কয়েকদিন ধরেই মমতার ডাকা এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বেশ চড়েছিল। কারা কারা এদিনের বৈঠকে উপস্থিত হবেন তা নিয়ে উত্তেজনা বাড়ছিল। শেষ পর্যন্ত দেখা যায় মমতার ডাকা এই বৈঠকে কংগ্রেস, সিপিআই, শিবসেনা, এনসিপি, আরজেডি, জেডিএস সহ ১৭টি দল বৈঠকে যোগ দিয়েছে। আম আদমি পার্টি, তেলঙ্গনা রাষ্ট্রীয় সমিতি, শিরোমণি অকালি দল, ওয়াই এস আর কংগ্রেস, বিজু জনতা দল বৈঠকে প্রতিনিধি পাঠায়নি। পাশাপাশি মায়াবতীয় বহুজন সমাজ পার্টি, আসাদউদ্দিনের মিম এই বৈঠকে আমন্ত্রণ পায়নি।

যারা যোগ দিলেন মমতার বৈঠকে

তৃণমূল- মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, যশবন্ত সিনহা।

কংগ্রেস- মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, রণদীপ সূর্যেওয়ালা।

শিবসেনা- প্রিয়াঙ্কা চতুর্বেদী, সুভাষ দেশাই।

সমাজবাদী পার্টি- অখিলেশ যাদব।

সিপিএম- এলামারান করিম
সিপিআই- বিনয় বিশ্বম।
সিপিআইএমএল- দীপঙ্কর ভট্টাচার্য
ন্যাশনাল কনফারেন্স- ওমর আব্দুল্লাহ।
পিডিপি- মেহবুবা মুফতি।
জেডিএস- দেবগৌড়া, কুমারস্বামী
ডিএমকে- টি আর বালু
আরএলডি- জয়ন্ত চৌধুরী
এনসিপি- শারদ পাওয়ার,পিসি চাক, প্রফুল্ল প্যাটেল
আরজেডি- মনোজ ঝা
আই ইউ এম এল- ই টি বসির
নাগরিক সমাজ- সুধীন্দ্র কুলকার্নি

এন. কে প্রেমাচন্দ্রন — আর. এস. পি


Previous articleগরু বোঝাই গাড়িতে ধাক্কা ডাম্পারের, মৃত ৪
Next articleস্পেকট্রাম নিলামে মিলল অনুমোদন , আসছে 5G পরিষেবা