Sunday, November 9, 2025

পাওয়ার রাজি না হলে রাষ্ট্রপতি ভোটে সর্বসম্মতিতে ভাবা হবে অন্য নাম: মমতা

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচন(Precidential Election) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উদ্যোগে বিরোধী বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী জানিয়ে দিলেন, সর্বসম্মতিতে শরদ পাওয়ারের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ভাবা হয়েছে। তবে একইসঙ্গে মমতা এটাও জানিয়ে দিলেন শরদ পাওয়ার(Sharad Pawar) যদি প্রার্থী হতে রাজি না হন সেক্ষেত্রে অন্য কোনও নাম প্রার্থী হিসেবে ভাবা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় সকল বিরোধীদের একছাতার তলায় আনতে অনেকদিন ধরেই উদ্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রণকৌশল ঠিক করতে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। যেখানে উপস্থিত ছিলেন ১৭ টি রাজনৈতিক সদস্যরা। বৈঠক শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী জানান, “আজ আমাদের বৈঠকে বড় বড় নেতৃত্বরা হাজির ছিলেন। শরদ পাওয়ার, খাড়গে, দেবেগৌড়ার মতো প্রবীণ নেতারা এসেছিলেন। আমাদের সবাই মিলে কাজ করতে হবে। দু’ একজন ব্যক্তিগত ব্যস্ততার জন্য হয়ত আসেননি। সেটা বড় বিষয় নয়।” এরপরই শরদ পাওয়ারের দিকে মাইক এগিয়ে দেন তৃণমূল নেত্রী। পাওয়ার জানান, সব দল তাঁদের বক্তব্য পেশ করেছে। তবে এখনও কোনও প্রার্থী ঠিক হয়নি। সর্বসম্মতিতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, “আমরা এমন একজনকে নির্বাচনে প্রার্থী করার কথা ভেবেছি যিনি গণতন্ত্রের এই ধংস আটকাবেন এবং দেশের সংবিধান রক্ষা করবেন।” একইসঙ্গে তিনি জানান, “বরিষ্ঠ নেতা শরদ পাওয়ারের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঠিক করা হয়েছে। তবে যদি তিনি প্রার্থী হতে না চান সেক্ষেত্রে সর্বসম্মতিতে অন্য কোনও প্রার্থীর নাম ভাবা হবে।” যদিও শেষ পাওয়া খবরে রাষ্ট্রপতি প্রার্থী হতে রাজি নন শরদ পাওয়ার। এই অবস্থায় আগামী কয়েকদিনের মধ্যে সব নেতৃত্বের উপস্থিতিতে আরও একটি বৈঠকে বসতে চলেছে বিরোধী শিবির।


spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...