Tuesday, December 30, 2025

প্রতিবন্ধকতাকে জয় করে আন্তর্জাতিক সম্মান দুর্গাপুরের দেবস্মিতার

Date:

Share post:

অদম্য জেদ আর ইচ্ছের কাছে কোনও কিছুই বাধা হতে পারে না। শারীরিক প্রতিবন্ধকতা স্বপ্নের উড়ানকে কোনও ভাবেই বাধা দিতে পারে না। আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মান (International Bengali Literary Honor) পেয়ে দুর্গাপুরের (Durgapur) দেবস্মিতা যেন সেই কথাই আবার প্রমান করে দিলেন।

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে জন্ম দেবস্মিতা নাথের ( Debosmita Nath) । জন্ম থেকেই সেরিব্রাল পালসি (Cerebral palsy) নামক দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত তিনি। আর চার পাঁচটা বাচ্চার মত স্বাভাবিক নিয়মে তাঁর বড় হয়ে ওঠা হয়নি। কিন্তু তাঁর প্রতিভার গুণে তিনি বিকশিত হয়েছেন সবার মাঝে। তিন বছর বয়সে প্রথম কথা বলতে শিখে, চার বছর বয়সেই আবৃত্তি করে সকলের মন জয় করে নেওয়া। সাহিত্যের প্রতি অনুরাগ জন্মেছিল শৈশবেই। শারীরিক সমস্যা কে পিছনে ফেলে মা-বাবার অক্লান্ত পরিশ্রম ,স্নেহ- ভালবাসার জোরে, মানসিক শক্তিতে বলিয়ান হয়ে দেবস্মিতার যাত্রা শুরু হয় কবিতার জগতে। ছোট থেকেই বেতার-টেলিভিশনে আবৃত্তির অনুষ্ঠান করতে থাকা মেয়েটি আজ জিতে নিয়েছেন  আন্তর্জাতিক পুরস্কার। খ্যাতনামা আবৃত্তিশিল্পীদের কাছে প্রশিক্ষণ পাওয়ার পর সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন দেবস্মিতা। মাত্র ১৩ বছর বয়সে সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা থেকে শুরু করে, ১৭ বছর বয়সে কবিতার অডিও সিডি (Audio CD) প্রকাশ পাওয়া। ইচ্ছা শক্তির উপর ভর করে নিজের প্রতিভার জোরে এগিয়ে চলেছেন দেবস্মিতা। জেলা থেকে রাজ্য একাধিক সাহিত্য সম্মান তাঁর ঝুলিতে। এবার আন্তর্জাতিক সম্মান পেয়ে খবরের শিরোনামে তিনি। বিশ্ব  বাংলা সাহিত্য – সংস্কৃতি  সম্মান থেকে শুরু করে কলকাতা বইমেলায় (International Kolkata Book Fair) কবি ও বাচিক শিল্পী হিসেবে সম্মাননা পাওয়া, আন্তর্জাতিক বঙ্গ  সাহিত্য  সম্মান থেকে ভারত ও  বাংলাদেশ মৈত্রী  সম্মান – এই সব কিছুই তাঁর প্রতিভাকে কুর্নিশ জানায়। সম্প্রতি ‘নেপাল – ভারত দলিত মৈত্রী আন্তর্জাতিক সম্মান’ এবং আন্তর্জাতিক বাংলা সাহিত্য  সম্মান পেয়েছেন দেবস্মিতা নাথ। নিজের পড়াশুনা আর অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনা শেখান তিনি, চলে আবৃত্তির ক্লাসও। এভাবে সমাজের বুকে দৃষ্টান্ত হয়ে উঠেছেন দুর্গাপুরের দেবস্মিতা।



spot_img

Related articles

নির্ধারিত সময় পর্যন্ত পদে থাকবেন গম্ভীর? সচিবের পর মুখ খুললেন সহ-সভাপতিও

বছর শেষে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir )নিয়ে চর্চা অব্যাহত। সাসা বলের ক্রিকেটে সাফল্য পেলেও টেস্টে...

AI দিয়ে ৫৪ লক্ষ নাম বাদ! কমিশনকে নিশানা মমতার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন: শাহকে তোপ

SIR প্রক্রিয়ায় AI ব্যবহার করে প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার, বাঁকুড়ার...

‘হোক কলরব’ সংলাপে বাংলার বিপ্লবীকে অপমান! রাজের নতুন ছবির টিজারে বিতর্ক

নতুন বছরে বড়পর্দায় নতুন সিনেমা নিয়ে আসতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বড়দিনে মুক্তি পেয়েছে তার টিজার।...

বর্ষশেষে খাস কলকাতায় উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র! গ্রেফতার ২

নতুন বছর শুরু হওয়ার আগেই ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার শহর কলকাতায়। মঙ্গলবার দুপুরে কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ স্ট্র্যান্ড...