Sunday, August 24, 2025

যাদবপুরের বিশাখকে একই সঙ্গে ফেসবুক- গুগলের কোটি টাকার চাকরির প্রস্তাব

Date:

Share post:

সত্যিই এ যেন কোটি টাকার স্বপ্ন! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র বিশাখ মণ্ডল একই সঙ্গে ফেসবুক ও গুগলের কাছ থেকে কোটি টাকা বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন। তাঁকে ১.৮৩ কোটি টাকার বার্ষিক প্যাকেজের প্রস্তাব দিয়েছে ফেসবুক। আর গুগল দিয়েছে ১.৪০ কোটি টাকার বার্ষিক প্যাকেজের চাকরির প্রস্তাব। তবে বিশাখ একা নন এবছর যাদবপুরের মোট ১০ জন কৃতী পড়ুয়া বার্ষিক এক কোটি টাকার বেশি প্যাকেজের চাকরি পেয়েছেন।

রামপুরহাটের ছাত্র বিশাখ। রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। উচ্চ মাধ্যমিকে বিশাখের স্থান ছিল দ্বাদশ। জয়েন্ট এন্ট্রান্স দিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অত্যন্ত ভালো ফল করে পড়াশোনা শেষ করেন। বিশাখের মা শিবানীদেবী অঙ্গনওয়াড়ি কর্মী। বিশাখ প্রথমে গুগল- লন্ডন থেকে এক কোটি চল্লিশ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজের চাকরির প্রস্তাব পান । তার পরে গত মঙ্গলবার পান ফেসবুক-লন্ডনের প্রস্তাব। বিশাখকে আগামী অগাস্ট বা সেপ্টেম্বর নাগাদ কাজে যোগ দিতে হবে। তার কর্মক্ষেত্র হবে লন্ডন।

তবে বিশাখের জীবনের শুরুটা কিন্তু এত সুন্দর স্বপ্নের মত ছিল না। বিশাখ তখন বছর তিনেকের শিশু। সংসারে চরম দারিদ্র্য। ছেলেকে মানুষ করতে , বড় করতে মা শিবানীদেবী চাকরি নিতে বাধ্য হন অঙ্গনওয়াড়িতে। শুরুতে ভাড়ার ঘরে থাকতেন। তারপর আত্মীয়-পরিজনের ছোট ফ্ল্যাটে উঠে যান তাঁরা। ছেলে এখন এতভাল কাজ পেয়েছেন শুনে স্বাভাবিকভাবেই মা খুব খুশি।আজ এই সুখের দিনে শিবানী দেবীর তাই চোখে জল । বললেন ছেলেকে মানুষ করতে চেয়েছিলাম। অঙ্গনওয়াড়ি কর্মীর সামান্য বেতনে কুলোতে পারতাম না। বাপের বাড়ির সাহায্য ছাড়া এই জায়গায় পৌঁছনো প্রায় অসম্ভব ছিল।

 

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...