১) আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ভারতের। বৃষ্টির জন্য ম্যাচ হয় ১২ ওভারে। প্রথমে ব্যাট করে ১০৮ রান তোলে আয়ারল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে সেই রান তুলে নেল ভারত। ভারতের অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ জিতে খুশি হার্দিক পান্ডিয়া।


২) আগামী মাসে লাল-হলুদের সঙ্গে ইমামি গ্রুপের হতে পারে চুক্তি বিষয় নিয়ে আলোচনা। রবিবার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানান হয়, ইমামি গ্রুপের পাঠানো চুক্তিপত্র আইনজীবীদের দেওয়া হয়েছিল। তারা সেটি তৈরি করে পাঠিয়ে দিয়েছি।

৩) রঞ্জিট্রফিতে ইতিহাস। প্রথমবারের জন্য রঞ্জিট্রফি চ্যাম্পিয়ন হল মধ্যপ্রদেশ। ফাইনালে তারা মুম্বইকে হারাল ৬ উইকেটে। চ্যাম্পিয়ন হতেই আবেগে ভাসলেন মধ্যপ্রদেশের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।


৪) রঞ্জিট্রফির সিরিজ সেরা সরফরাজ খান। সিরিজ সেরা হয়ে কৃতিত্ব দিলেন বাবাকে। প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার পরে সরফরাজ খান বলেন, “এটার কৃতিত্ব আমার বাবার।


৫) উইম্বলডনে নেই রজার ফেডেরার। তাই তিন বছর পর উইম্বলডনে কামব্যাক করেও, মনখারাপ রাফায়েল নাদালের। রজারকে অসাধারণ খেলোয়াড় বললেও কম বলা হয়, বলেন নাদাল।

আরও পড়ুন:Morning news: ব্রেকফাস্ট নিউজ























