Tuesday, August 26, 2025

রাশিয়া থেকে তেল কেনা জারি রাখবে ভারত: G-7 এর মঞ্চে বার্তা মোদির

Date:

Share post:

আমেরিকা(America) সহ একাধিক দেশের বিরাগভাজন হলেও ভারত রাশিয়া(Russia) থেকে তেল কেনা জারি রাখবে। সোমবার জি-৭ এর মঞ্চ থেকে এবিষয়ে বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি জানিয়ে দিলেন, জ্বালানীর ব্যবহার ধনীদের একচেটিয়া নয়, দরিদ্রদেরও অধিকার। তবে বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আর সে কথা মাথায় রেখেই জ্বালানীর ব্যবস্থা করা উচিত। যার অর্থ বিশ্ব মঞ্চে মোদি ঘুরিয়ে বার্তা দিয়ে দিলেন রাশিয়া থেকে ভারত কম দামে তেল কিনবেই।

জার্মানিতে আয়োজিত জি-৭ মঞ্চে অতিথি দেশ হিসেবে উপস্থিত ছিল ভারত। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জ্বালানি ব্যবহার করে সুবিধা পাওয়ার অধিকার আছে সকলেরই। সেখানে ধনী-দরিদ্রের বিভেদ করা উচিত নয়। আশা করি আপনারা সকলেই আমার এই কথার সঙ্গে একমত হবেন।” এর পাশাপাশি তিনি বলেন, “এখন আন্তর্জাতিক পরিস্থিতি (Russia-Ukraine War) পালটে যাওয়ার ফলে জ্বালানির দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। সেই কথা মাথায় রাখতে হবে সকলকেই।” অর্থাৎ মোদি বুঝিয়ে দেন, দরিদ্র জনতাকে সুবিধা দিতে অর্থনৈতিক ভাবে দুর্বল দেশগুলি কম দামে তেল পেলে অবশ্যই তা কিনতে পারে।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বহু দেশ রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত থেকে পিছু হটলেও, বিশেষ ছাড়ে রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তে অটল থাকে ভারত। ভারতের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় আমেরিকা সহ একাধিক দেশ। যদিও ভারত বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। এবার আন্তর্জাতিক মঞ্চেই মোদির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হল ভাগ্রত রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তে অটল। উল্লেখ্য, সম্প্রতি ঋণের ভারে বিধ্বস্ত শ্রীলঙ্কাও কম দামে তেল কেনার জন্য রাশিয়ার দ্বারস্থ হয়েছে।


spot_img

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...