Thursday, August 21, 2025

এবার থাইল্যান্ড ঘুরিয়ে দেখাবে ভারতীয় রেল

Date:

Share post:

এবার আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ নিয়ে এল ভারতীয় রেলের খাবারের দায়িত্বে থাকা আইআরসিটিসি। পূর্ব রেলের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নেপাল, ব্যাঙ্কক, ফুকেত, পাটায়া সহ থাইল্যান্ড ঘুরিয়ে দেখাবে আইআরসিটিসি। এর জন্য তিনটি ট্যুর প্যাকেজের ঘোষণা করেছে পূর্ব রেল।এই তিনটির মধ্যে একটির নাম রাখা হয়েছে “স্বাধীনতা দিবস স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড”, অপরটির নাম রাখা হয়েছে “ফুকেট ক্রবি স্পেশাল প্যাকেজ” ও তৃতীয় প্যাকেজটির নাম রাখা হয়েছে “নেপাল নির্ভানা প্যাকেজ গ্রুপ-২”। পূর্ব রেলের তরফে তিনটি প্যাকেজের বিস্তারিত জানানো হয়েছে।

প্রথম প্যাকেজ অর্থাৎ “স্বাধীনতা দিবস স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড”- এর খরচ পরবে জন প্রতি ৩৮ হাজার ৬৮ টাকা। ১১ অগস্ট যাত্রা শুরু হবে। এতে ৫ রাত্রি ছয় দিন ধার্য করা হয়েছে ঘোরার জন্য। এতে ব্যাঙ্কক অথবা পাটায়া ঘোরার সুযোগ থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।

এরই পাশাপাশি দুর্গাপুজোর সময় চালু হচ্ছে “ফুকেট ক্রবি স্পেশাল প্যাকেজ”। এতে জন প্রতি খরচ হবে ৫৭ হাজার ৪১৬ টাকা। ১ অক্টোবর যাত্রা শুরু করে মোট পাঁচ রাত্রি ছয় দিনের এই প্যাকেজে ঘোরার সুযোগ থাকবে ফুকেট অথবা ক্রবি ট্যুরে।

তৃতীয় প্যাকেজ “নেপাল নির্ভানা প্যাকেজ গ্রুপ-২”- এর জন্য জন প্রতি খরচ পড়বে ২৭ হাজার ৮৯৬ টাকা। এই প্যাকেজের জন্য হাওড়া – রক্সৌল – হাওড়া বিশেষ চাটার্ড ৩ টায়ার বাতানকুল কামরা যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। চিতোয়ান জাতীয় পার্ক, কাটমান্ডু ও পোখরার মতো স্থানগুলি ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। ২৮ অগস্ট যাত্রা শুরু করে মোট ৭ রাত্রি ৪ দিন রাখা হয়েছে এই প্যাকেজের জন্য।

পাশাপাশি দুটি প্যাকেজের দামের মধ্যে বিমান ভাড়ার খরচ, ডিলাক্স হোটেলে থাকা সহ খাওয়া দাওয়া ও সূচি অনুযায়ী ঘোরার সমস্ত খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে জিএসটি আলাদা করে যোগ হবে প্যাকেজের সঙ্গে। তবে কোভিড বিধি নিষেধ মেনে চলা ও কোভিডের দুটো টিকা করণ থাকা আবশ্যক করেছে পূর্ব রেল।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হোয়াটসআপ নম্বর রয়েছে ৯০০২০৪০০৬৯। এই নম্বরটি ২৪x৭ দিন খোলা থাকবে। পাশাপাশি আইআরসিটিসির ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডব্লিউ.আইআরসিটিসি টুরিসম.কমে পাওয়া যাবে। প্রয়োজনে ৩ নম্বর কয়লাঘাটা স্ট্রিটের পূর্ব রেলের সদর দফতর থেকেও এই ট্যুর প্যাকেজ সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে আইআরসিটিসি।এই প্যাকেজের সঙ্গে আলাদা করে যাত্রীদের হোটেল ভাড়া অথবা বিমান ভাড়ার জন্য খরচ বহন করতে হবে না।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...