Tuesday, August 26, 2025

জাতীয় কর্ম সমিতির বৈঠকে বাংলায় ক্ষমতা দখল নিয়ে প্রত্যয়ী শাহ, পাল্টা খোঁচা কুণালের

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় গোহারা হারলেও আগামী নির্বাচনে এ রাজ্যে ক্ষমতা দখল নিয়ে রীতিমতো প্রত্যয়ী অমিত শাহ, জেপি নাড্ডারা। আর সে কথাই উঠে এলো বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকে। রবিবার তেলেঙ্গানায় গেরুয়া শিবিরের কর্ম সমিতির বৈঠকে অমিত শাহ বার্তা দিলেন, শীঘ্রই বাংলা ও তেলেঙ্গানা দখল করবে বিজেপি। যদিও তাদের এই দাবিকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর পাল্টা তোপ, “২০২০-২০২১ সালে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করার সময়েও এ কথা ওঁরা বলতেন।”

তেলেঙ্গানায় বিজেপির কর্ম সমিতির বৈঠকে রবিবার দুপুরে পেশ হয় রাজনৈতিক প্রস্তাব। সেখানে পরিবারতন্ত্র ইসুতে কংগ্রেসের পাশাপাশি আঞ্চলিক দলগুলিকে আক্রমণ শানাতে দেখা যায় বিজেপিকে। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, “কংগ্রেস পারিবারিক দল হয়ে গিয়েছে। ভয়ে সভাপতি নির্বাচন করছে না। বাংলা, তেলেঙ্গানাতেও পারিবারিক দলের শাসন চলছে।” এরপরই বিজেপির জন্য টার্গেট বেঁধে দিয়ে অমিত শাহ জানান, শীঘ্রই বিজেপি বাংলা ও তেলেঙ্গানা দখল করবে। এর পাশাপাশি ওড়িশা, কেরল এবং অন্ধ্রপ্রদেশেও উড়বে গেরুয়া পতাকা। অমিত শাহ বলেন, দেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিকবাদ, পরিবারবাদ এবং তোষণ চলছে। এর বিরুদ্ধে উন্নয়নের রাজনীতি করবে গেরুয়া শিবির।

শাহের এহেন মন্তব্যের পাল্টা তোপ দাগতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “বাংলায় মানুষের সরকার চলছে। পরিবারতন্ত্র নিয়ে কীভাবে প্রশ্ন তুলতে পারে বিজেপি? এ রাজ্যে তো অধিকারী পরিবারের সাইনবোর্ড ঝুলছে। রাজ্যে-রাজ্যেও তো পরিবারতন্ত্র চালায় ওরা।” পাশাপাশি গিয়ে দোয়া শিবিরকে খোঁচা দিয়ে তিনি বলেন, “২০২০-২০২১ সালে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করার সময়েও এ কথা ওঁরা বলতেন।”


spot_img

Related articles

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...